এম. এ রফিক : জামালপুর সদর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যানের দায়িত্ব ভার গ্রহণ উপলক্ষে উপজেলা পরিষদের হল রুমে বুধবার উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সংবর্ধনার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য মোঃ আবুল কালাম আজাদ। অনুষ্ঠানের সভাপতি¦ত করেন সদর উপজেলা নির্বাহী কর্মকতা জিন্নাত শহীদ পিংকি। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বীর মুক্তি যুদ্ধা সাবেক ডেপুটি কমান্ডার সুজাত আলী, পৌর মেয়র মোঃ ছানোয়ার হোসেন ছানু, সহকারী কমিশনার ভূমি মোঃ শিহাবুল আরিফ প্রমুখ। অনুষ্ঠানে উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যানের দায়িত্ব ভার গ্রহণ উপলক্ষে বিজন কুমার চন্দ্রকে ফুলেল শুভেচ্ছা জানান প্রধান অতিথি সংসদ সদস্য মোঃ আবুল কালাম আজাদ সহ অনন্যারা এছাড়া এ সময় সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ আবুল হোসেন সহ অনন্যা সদস্যদের বিদায় সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানের সঞ্চলনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ ছানোয়ার হোসেন।
জামালপুর সদর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যানের দায়িত্ব ভার গ্রহণ
