এম.এ.রফিক : জামালপুর সদর উপজেলার রানাগাছা ইউনিয়নের নান্দিনা বাজারে মঙ্গলবার বিকেলে জামালপুর সদর উপজেলা বিএনপি’র আয়োজনে আওয়ামী ফ্যাসিবাদের পতন ও জনতার বিজয়ে বর্ষপূর্তি উপলক্ষ্যে গণসমাবেশ ও বিজয় মিছিল অনুষ্ঠিত হয়। সদর উপজেলা বিএনপি’র সভাপতি শফিউর রহমান শফির সভাপতিত্বে ও সদর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক রুহুল আমিন মিলনের সঞ্চালনায় গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন, কেন্দ্রীয় বিএনপি’র সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এড. শাহ্ মোঃ ওয়ারেছ আলী মামুন। গণসমাবেশ শেষে ১৫টি ইউনিয়নের নেতাকর্মীদের নিয়ে নান্দিনা বাজারে একটি বিজয় মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি বাজার নান্দিনা বাজার অতিক্রম করে বাদেচান্দি এসে শেষ হয়।
জামালপুর সদর উপজেলা বিএনপি’র আয়োজনে গণসমাবেশ-বিজয় মিছিল অনুষ্ঠিত
