জামালপুর হজরত শাহজামাল (র.) হাসপাতালের সিনিয়র স্টাফ রাশেদুল ইসলামকে ফুলেল শুভেচ্ছা

নিজস্ব সংবাদদাতা : জামালপুরে হযরত শাহজামাল (র.) জেনারেল হাসপাতাল লিমিটেডের সিনিয়র স্টাফ মো. রাশেদুল ইসলাম ম্যানেজার ইনঅপারেশনস পদে পদন্নোতি হওয়ায় হযরত শাহজামাল (র.) জেনারেল হাসপাতাল লিমিটেড ও বুলবুল জেনারেল হাসপাতাল লিমিটেডের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান অত্র হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক জামালপুর জেলা বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার মালিক সমিতির সাবেক সাধারণত সম্পাদক ও জামালপুরস্থ দেওয়ানগঞ্জ সমিতির সভাপতি মো. আশরাফুল ইসলাম বুলবুল, পরিচালক ডাঃ আব্দুল্লাহ আল মামুন, ম্যানেজার মার্কেটিং আব্দুল্লাহ, একাউন্টিং মো. খুর্শেদ আলমসহ স্টাফ বৃন্দ। মো. রাশেদুল ইসলাম হযরত শাহজামাল (র.) জেনারেল হাসপাতালে লিমিটেডে সর্ব প্রথম রিসিপশনিষ্ট চাকুরী শুরু করেন। তারপর রিসিপশন ইনচার্জ, এ্যাসিটেন্ট ম্যানেজার মার্কেটিং, ম্যানেজার মার্কেটিং সর্বশেষ ম্যানেজার ইন অপারেশনস পদে পদন্নোতি পেয়েছেন। তিনি সকলের নিকট দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।