জিল বাংলা চিনিকলে আখ মাড়াই উদ্বোধন ২৮ নভেম্বর

খাদেমুল ইসলাম ; জামালপুরের দেওয়ানগঞ্জে জিল বাংলা চিনিকল লিমিটেডে ২০২৫-২০২৬ আখ মাড়াই মৌসুমের উদ্বোধন আসছে ২৮ নভেম্বর। এবারে জিল বাংলা চিনিকল লিমিটেডে ৭০ হাজার মেট্রিক টন আখ মাড়াই করে ৪ হাজার ৯শ মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে বলে মিল সূত্রে জানা গেছে। রিকোভারী নির্ধারণ করা হয়েছে ৭.০০। বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশন (বিএসএফআইসি) এর প্রধান রসায়নবীদ আনিছুল আজমের এক পত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, গত ৬ অক্টোবর অনুষ্ঠিত মিল কর্পোরেশনের এক বোর্ড সভায় ২০২৫-২০২৬ মৌসুমে চালুকৃত ৯টি চিনিকলে আখ মাড়াই কার্যক্রম শুরুর তারিখ নির্ধারণ করা হয়েছে। সে মতে, আসছে ২৮ নভেম্বর ২০২৫ জিল বাংলা চিনিকল লিমিটেডে ২০২৫-২০২৬ আখ মাড়াই মৌসুমের উদ্বোধন করা হবে। এবারেও এ মিলে লোকসানের আশংকা করেছেন অভিজ্ঞ মহল।