জুলাই গণঅভ্যুত্থান স্মরণে টিডিএস’এ প্রতীকী ম্যারাথন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা : ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান স্মরণে ঢাকার ট্রাফিক অ্যান্ড ড্রাইভিং স্কুলে (টিডিএস) অনুষ্ঠিত হয়েছে প্রতীকী ম্যারাথন। ছাত্র-জনতার ঐতিহাসিক আন্দোলনের চেতনায় পুলিশ সদস্যদের উদ্বুদ্ধ করা ও শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে আয়োজিত এই কর্মসূচিতে অংশ নেন প্রায় ৩০০ পুলিশ সদস্য।

বুধবার (৩০ জুলাই) সকাল ৭টায় ট্রাফিক স্কুল প্রাঙ্গণে আয়োজিত এ ম্যারাথনের উদ্বোধন করেন অতিরিক্ত ডিআইজি (ট্রেনিং) মোহাম্মদ আব্দুল হালিম।শুরুতেই নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

ম্যারাথনের এ আয়োজনে অংশ নেন টিডিএস-এর অফিসার, প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থী সদস্যরা। ম্যারাথনের রুট ছিল প্রায় দুই কিলোমিটার, যা টিডিএস একাডেমিক কেন্দ্র থেকে শুরু হয়। ম্যারাথন শেষে বিজয়ী ১০ জন পুলিশ সদস্যকে পুরস্কার প্রদান করা হয়।

উদ্বোধনী বক্তব্যে অতিরিক্ত ডিআইজি আব্দুল হালিম বলেন, “ছাত্র-জনতার অভ্যুত্থান আমাদের ইতিহাসের গৌরবোজ্জ্বল অধ্যায়। গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় এই আন্দোলন এক গুরুত্বপূর্ণ মাইলফলক। আজকের এই প্রতীকী ম্যারাথনের মধ্য দিয়ে আমরা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি এবং আমাদের সদস্যদেরকে সেই চেতনায় উদ্বুদ্ধ করার চেষ্টা করছি।”

এসময় আন্দোলনে নিহত ও আহত ব্যক্তিদের পরিবারের প্রতি শ্রদ্ধা ও সহমর্মিতা প্রকাশ করে আয়োজকরা জানান, গণ-অভ্যুত্থানের চেতনা ধারণ করে ভবিষ্যতেও এ ধরণের কর্মসূচি চালিয়ে যেতে চান তারা।