জুলাই শহীদ দিবসে বকশীগঞ্জে শহীদ ফজলুল হকের কবর জিয়ারত জাতীয় নাগরিক পার্টির

জিএম ফাতিউল হাফিজ বাবু : গত জুলাই আন্দোলনে শহীদ হওয়া শহীদ হওয়া জামালপুরের বকশীগঞ্জের শহীদ ফজলুল হকের কবর জিয়ারত করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতৃবৃন্দ। গত বুধবার ১৬ জুলাই দুপুরে এনসিপির উপজেলা ও পৌর শাখার নেতৃবৃন্দ বগারচর ইউনিয়নের টাংগারী পাড়া গ্রামে অবস্থিত শহীদ ফজলুল হকের কবর জিয়ারতে যান। এসময় শহীদ পরিবারের সদস্যদের সাথে সৌজন্য সাক্ষাত করেন এবং পরিবারের খোঁজখবর নেন এনসিপির নেতৃবৃন্দ। কবর জিয়ারতে এনসিপির বকশীগঞ্জ উপজেলা শাখার প্রধান সমন্বয়কারী মোসাদ্দেকুর রহমান মানিক, যুগ্ন সমন্বয়কারী তৌহিদুজ্জামান তৌহিদ, শহীদ ফজলুল হকের বাবা শাহালম মিয়া, উপজেলা যুগ্ন সমন্বয়কারী রাশেদুজ্জামান রাজু, পৌর শাখার প্রধান সমন্বয়কারী আল মামুন, পৌর যুগ্ন সমন্বয়কারী এডি মোস্তাক আহাম্মেদ, ধানুয়া কামালপুর ইউনিয়নের প্রধান সমন্বয়কারী আবু যাইদ অপু, বকশীগঞ্জ সদর ইউনিয়নের যুগ্ন সমন্বয়কারী আজমাইন মন্ডল সহ বিভিন্ন ইউনিয়নের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
এসময় তারা শহীদ ফজলুল হকের রূহের মাগফিরাত কামনা করেন এবং তার আত্মত্যাগের কথা স্মরণ করেন। এছাড়াও জুলাই শহীদ দিবস উপলক্ষে এনসিপির উদ্যোগে উপজেলা মডেল মসজিদে শহীদদের রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।