শেরপুর প্রতিনিধি ; অন্তর্ভুক্তিমূলক উপাত্ত ব্যবহার করি সাম্যের ভিত্তিতে সহনশীল ভবিষ্যৎ গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরে বিশ্ব জনসংখ্যা দিবস ২০২৪ পালিত হয়েছে। ১১ জুলাই বৃহস্পতিবার দুপুরে জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সভাকক্ষে এ দিবসটি পালিত হয়। দিবসটি পালন উপলক্ষে প্রতিবছরের ন্যায় এবারও জেলা পর্যায়ে উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ক্যাটাগরিতে উপ- সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত হয়েছেন ডা. মো. মাজহারুল ইসলাম। তিনি শেরপুর জেলার নকলা উপজেলার ১নং গনপদ্দী ডিজিটাল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রে কর্মরত আছেন।
বিশ্ব জনসংখ্যা দিবসের আলোচনা সভা শেষে শেরপুর জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের পক্ষ থেকে কাজের স্বীকৃতি স্বরূপ আনুষ্ঠানিকভাবে তাঁর হাতে শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসারের সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
এব্যাপারে ডা. মো. মাজহারুল ইসলাম বলেন, কাজের মূল্যায়ন কে-না চায়। আমাকে শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত করায় জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ পরিচালক(ভারপ্রাপ্ত) মোঃ রায়হানুল ইসলাম স্যারসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানাই। এ পুরস্কার নিজের দায়িত্ব পালনে আরও বেশি অনুপ্রাণিত করবে।
জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ পরিচালক(ভারপ্রাপ্ত) মোঃ রায়হানুল ইসলাম বলেন, ১ বছর কাজের স্বীকৃতি স্বরুপ ডা. মাজহারুল ইসলামকে আমরা শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত করেছি। এতে করে তারা তাদের দায়িত্ব পালনে আরও বেশি উৎসাহিত হবেন। সাধারণ লোকজনের জন্যও সেবার মান বাড়বে বলে আমি মনে করি।