জেসমিন প্রকল্পের উদ্যোগে কৃষি বিভাগের নীতিমালা বিষয়ে সচেতনতামূলক সভা

ইসলামপুর সংবাদদাতা : জেন্ডার ইনক্লুসিভ মার্কেট সিস্টেমস ফর ইম্প্রুভড নিউট্রিশন (এঊঝগওঘ) প্রকল্পের উদ্যোগে সিটিজেন ভয়েজ এন্ড এ্যাকশন (সিভিএ) বাস্তবায়নকারী গ্র“প ও এলাকাবাসীদের নিয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের নীতিমালা বিষয়ে জনসাধারণের অংশগ্রহণ এবং সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার ১৮ সেপ্টেম্বর দিনব্যাপী উপজেলা মডেল মসজিদ এন্ড ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র ইসলামপুর ও মেলান্দহে সিভিএ বাস্তবায়নকারী গ্র“পের প্রতিনিধি, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপসহকারী কৃষি কর্মকর্তা, শিক্ষক, স্থানীয় সরকারের প্রতিনিধি, ধর্মীয় নেতৃবৃন্দ, কিশোর-কিশোরী ও স্থানীয় গণ্যমান্যসহ ৫ শতাধিক ব্যক্তিবর্গের উপস্থিতিতে অস্ট্রেলিয়ান সরকারের সহায়তায় অস্ট্রেলিয়ান এনজিও কো অপারেশন প্রোগ্রামের মাধ্যমে উন্নয়ন সংঘ ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের অংশীদারিত্বের ভিত্তিতে বাস্তবায়নাধীন (জেসমিন) প্রকল্পের উদ্যোগে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের নীতিমালা বিষয়ে জনসাধারণের অংশগ্রহণ এবং সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বক্তব্য রাখেন জেসমিন প্রকল্পের উপজেলা সমন্বয়কারী বিজন কুমার দেব। উক্ত সভায় সহায়ক হিসেবে উপস্থিত ছিলেন জেসমিন প্রকল্পের বিজনেস ডেভেলপমেন্ট অফিসার মোঃ খলিল উল্লাহ, রবিউল আউয়াল, আব্দুস সামাদ, রাশিদুল হাসান, আবিদ হাসান প্রমুখ।