ইসলামপুর সংবাদদাতা : জেন্ডার ইনক্লুসিভ মার্কেট সিস্টেমস ফর ইম্প্রুভড নিউট্রিশন (এঊঝগওঘ) প্রকল্পের উদ্যোগে শিশু অধিকার সপ্তাহ ও আন্তর্জাতিক কন্যা শিশু দিবস ২০২৫ পালিত হয়েছে।
গত সোমবার ১৩অক্টোবর উপজেলার গোয়ালেরচর ইউনিয়নের সভারচর উচ্চ বিদ্যালয়ে শিশু অধিকার সপ্তাহ বিষয়ে শিক্ষার্থীদের নিয়ে চিত্রাঙ্গন প্রতিযোগিতা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে এবং মঙ্গলবার ১৪অক্টোবর সভারচর মধ্যপাড়া কুদ্দুস আলীর বাড়িতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অস্ট্রেলিয়ান সরকারের সহায়তায় অস্ট্রেলিয়ান এনজিও কো অপারেশন প্রোগ্রামের মাধ্যমে উন্নয়ন সংঘ ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের অংশীদারিত্বের ভিত্তিতে বাস্তবায়নাধীন (জেসমিন) প্রকল্পের উদ্যোগে চিত্রাংকন, র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেসমিন প্রকল্পের বিজনেস ডেভেলপমেন্ট অফিসার রবিউল আউয়াল এর সঞ্চালনায় বক্তব্য রাখেন,গোয়ালেরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহিম, সভারচর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহুরুল ইসলাম, জেসমিন প্রকল্পের উপজেলা সমন্বয়কারী বিজন কুমার দেব প্রমুখ। উপস্থিত বক্তাগণ শিশু অধিকার সপ্তাহ ও আন্তর্জাতিক কন্যা শিশু দিবসে তাৎপর্য তুলে ধরেন এবং শিশুদের অধিকার সুরক্ষার জন্য নির্যাতন, শোষণ, অবহেলা থেকে সুরক্ষা, শিক্ষা, স্বাস্থ্য, পুষ্টি এবং বিকাশের সুযোগ নিশ্চিত করা প্রয়োজনীয়তার ওপরগুরুত্ব আরোপ করেন। অনুষ্ঠানের শিক্ষক- শিক্ষার্থী ও এলাকার গণ্যমানসহ শতাধিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
জেসমিন প্রকল্পের উদ্যোগে শিশু অধিকার সপ্তাহ ও আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালিত
