জ্যাকিকে ঠাট্টা করে যা বললেন ফারাহ খান

বলিউড পরিচালক এবং কোরিওগ্রাফার ফারাহ খান। সম্প্রতি অভিনেতা-প্রযোজক জ্যাকি ভাগনানির সঙ্গে তার এক মজাদার কথোপকথন সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটিজেনদের মাঝে বেশ আলোচনা হচ্ছে। 

ফারাহর সাম্প্রতিক রান্নার ভ্লগের জন্য জ্যাকি এবং তার স্ত্রী রাকুল প্রীত সিংয়ের বাড়িতে গিয়েছিলেন ফারাহ। সেখানেই জ্যাকির বিলাসবহুল জীবনযাত্রা দেখে তাকে নিয়ে খুনসুটি করার সুযোগ হাতছাড়া করেননি তিনি।

জ্যাকির বাড়ির অন্দরমহল দেখেই নিজের ভ্লগের সহকর্মী দিলীপকে মজা করে ফারাহ বলেন, ‘আমিও প্রযোজক হতে চাই।’ তার এই কথার জবাবে হেসে জ্যাকি বলেন যে, ‘প্রযোজক হতে হবে না। রিয়েল এস্টেটের ব্যবসা করুন।’

ফারাহ অবশ্য দমে যাওয়ার পাত্রী নন। তিনি স্বভাবসুলভ ভঙ্গিতে মজা করে বলেন, ‘সরি, হ্যাঁ আমি প্রযোজক হতে চাই না। কিন্তু রিয়েল এস্টেটে ট্রাই করতে চাই।’

শেষে বলেন, ‘কারণ আগে ওদের ১০ তলা ছিল কিন্তু প্রযোজক হওয়ার পর শুধু ৫ তলাই টিকে রয়েছে।’ এই কথা শুনে ফারাহর ভ্লগের কলাকুশলী এমনকি জ্যাকির স্ত্রী রাকুলও হাসিতে ফেটে পড়েন।’