ঝাউগড়া উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে তারুণ্য মেলা ও পিঠা উৎসব

filter: 0; fileterIntensity: 0.8; filterMask: 0; module: photo; hw-remosaic: false; touch: (-1.0, -1.0); modeInfo: HDR ; sceneMode: 2; cct_value: 0; AI_Scene: (13, 0); aec_lux: 105.15356; aec_lux_index: 0; hist255: 0.0; hist252~255: 0.0; hist0~15: 0.0; motionLevel: -1; weatherinfo: null;

নিজস্ব সংবাদদাতা : মেলান্দহের ঐতিহ্য বাহী ঝাউগড়া উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে তারুণ্য মেলা উপলক্ষে পিঠা উৎসব, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা গত মঙ্গলবার বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। তারুণ্য মেলা মেলা/২০২৫ উপলক্ষে এবারের পতিপাদ্য ছিল এসো দেশ বদলাই,পৃথিবী বলাই। ঝাউ গড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রকিবুল ইসলামের সভাপতিত্বে শিক্ষার্থীদের অংশ গ্রহণে পরিস্কার পরিচ্ছন্ন কার্যক্রম ও তারুণ্য মেলা উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান, পিঠা উৎসব, ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এছসড়াও আগামী ২৩ জানুয়ারি জুলাই বিপ্লবের প্রেক্ষাপট, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন/২০২৫ উপলক্ষে তাৎপর্য, উদ্ভাবন ও উদ্যোক্তা বিষয়ক কার্যক্রম উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। আগামী ফেব্র“য়ারি ১ম সপ্তাহে পরিবেশ সুরক্ষা সংক্রান্ত কার্যক্রম অনুষ্ঠিত হবে। এতে অনুষ্ঠান সূচী ঘিরে উক্ত বিদ্যালয়ে শিক্ষক শিক্ষার্থীদের মাঝে আনন্দ ঘন পরিবেশ লক্ষ্য করা গেছে ।