ঝিনাইগাতী সংবাদদাতা : শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার নলকুড়া ইউনিয়নের গোমড়া এলাকা থেকে গত শুক্রবার সন্ধ্যা ৭ ঘটিকার সময় ঝিনাইগাতী থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে অবৈধ ভারতীয় মদের বোতল উদ্বার করেছেন। এ সময় ভারতীয় বিভিন্ন প্রকারের ৪৮৯টি মদের বোতল উদ্বার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যেতে সক্ষম হয়েছে। পুলিশ ও বিজিবির অভিযান অব্যাহত থাকার পরও সম্প্রতি সবার চোখকে ফাঁকি দিয়ে ভারতীয় মাদকের ছাড়াছড়ি হয়ে পড়েছে সিমান্ত এলাকায়। ফলে যুব সমাজ টাকার লোভে পরে ধবংসের দারপ্্রান্তে পৌঁছেছে। এই মাদকের সাথে অনেক রাঘব বোয়ালরা জড়িত বলে জানা গেছে। এ ব্যাপারে ওসি আল আমীন জানান মাদক দ্রব্য আইনে থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে। জড়িতদের ধরতে পুলিশের অভিযান চলমান রয়েছে। শেরপুর পুলিশ সুপার আমিনুল ইসলাম জানান মাদকের অভিযান শেরপুরের ৫টি থানায় অব্যাহত আছে। সিমান্ত এলাকায় মাদকের অভিযান পুলিশ নিয়মিত পরিচালনা করছেন। মাদকের সাথে জড়িতদের চিহ্নিত ও আইনের আওতায় আনার জন্যে পুলিশ নিয়মিত কাজ করছেন বলে সকলের সহযোগিতা কামনা করেন।
ঝিনাইগাতীতে অবৈধ ভারতীয় মদের বোতল উদ্বার
