ঝিনাইগাতী সংবাদদাতা : শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় গতকার সোমবার ১ জুলাই সকালে আকস্মিক পাহাড়ি ঢলে মহারশি নদী প্লাবিত হয়ে জনর্দূভোগ সৃষ্ঠি হয়েছে। দুইদিনে প্রচুর বৃষ্টিপাত ও ভারতের মেঘালয় রাজ্য থেকে বয়ে আসা পানিতে নিমিষেই নদী ভরাট হয়ে বন্যায় পরিণত হয়ে যায় নদীর তীরবর্তী এলাকা। পাহাড়ি ঢলের পানিতে নিন্মঅঞ্চলের মানুষেরা পানিতে বন্ধি হয়ে পড়ে। ঝিনাইগাতী সদরে পানি নিস্কাশনের ব্যবস্থা না থাকার ফলে বৃষ্টি ও পাহাড়ি ঢলের পানিতে অনেক বাড়ি ঘরে পানি উঠে দূর্ভোগ পোহাতে হয় অনেক পরিবারকে। পাহাড়ি ঢলের পানিতে সদ্য রোপণকৃত আমন ফসলের বীজতলা ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে। বন্যার কারণে পানি প্রবেশ করে সদর বাজার সহ জনদূর্ভোগ সৃষ্টি হয়েছে। বিকালের দিকে সদর থেকে পানি নেমে ভাটি এলাকায় যাচ্ছে। উপজেলার গরুহাটি, ভূমি অফিস. বাঘেরভিটা,কান্দলী,কালিনগর,দরিকালিনগর,বগাডবি, পাগলার মুখ, বনগাঁও, চতল, সহ কয়েকটি এলাকায় পানি প্রবেশ করেছে। উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল আলম রাসেল খৈলকুড়া, ভূমি অফিস সংলঘœ নিমজ্জিত এলাকা পরিদর্শন করে জানান চেয়ারম্যানকে নির্দেশ দেয়া হয়েছে পানি নিস্কাশনের ব্যবস্থা করার জন্যে। বন্যায় ক্ষতিগ্রস্থ রাস্তাঘাট উর্ধতন কর্তৃপক্ষকে অবহিত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান।
Related Posts
ঝিনাইগাতীতে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের সঙ্গে প্রশাসনের মতবিনিময়
- AJ Desk
- April 30, 2024
ঝিনাইগাতী সংবাদদাতা : আগামী ৮ মে অনুষ্ঠিতব্য ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে শেরপুরের ঝিনাইগাতী উপজেলায়ভোটগ্রহণকারী […]
শেরপুরের কাওয়াপেচী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ
- AJ Desk
- June 12, 2024
শেরপুর সংবাদদাতা : “শিক্ষিত মা এক প্রস্ফুটিত ফুল, প্রতিটি ঘর হবে এক একটি ফুল” এই […]
নকলায় মুক্তিযোদ্ধাদের মানববন্ধন
- AJ Desk
- March 12, 2024
নকলা সংবাদদাতা : শেরপুরের নকলা উপজেলায় সোমবার ১১ মার্চ সকাল ১১ ঘটিকার সময় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স […]