ঝিনাইগাতীতে ইজারার বাইরেও চলছে অবৈধ বালু উত্তোলন

ঝিনাইগাতী সংবাদদাতা : শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় র্দীর্ঘদিন থেকে মহারশি নদী ও গারো পাহাড়ের রাংটিয়া রেজ্ঞের বিভিন্ন স্পট সহ তাওয়াকুচা থেকে ইজারার বাইরে অবৈধ বালু উত্তোলন কার্যক্রম চলে আসছে। তা বন্ধে উপজেলা প্রশাসন বিগত সময়ে জেল, জরিমানা ও মেশিন ভাঙচুরের ঘটনা ভ্রাম্যমান অদালতের মাধ্যমে পরিচালনা করা হয়েছে তা অব্যাহত রয়েছে। তবুও বালু খেকোরা শান্ত না হয়ে প্রশাসনের চোখকে ফাঁকি দিয়ে চুরি করে রাজনৈতিক ছত্রছায়ায় বালু উত্তোলন করে আসছে। পাহাড়ের প্রাকৃতিক ভারসাম্য ও রাস্তাঘাট বিনষ্ট করে বালু উত্তোলনের মহৎসব চলে আসছে। রাতের আধাঁরে অবৈধ বালুর ট্রাক ও ট্রলি দিয়ে বালু পাচার করে থাকে একটি সিন্ডিকেট। বালু খেকোদের সাথে নামধারী কয়েকজন সাংবাদিক পরিচয় দিয়ে চাঁদা গ্রহণ করে থাকে বলে একটি সূত্র নিশ্চিত করেছে। গান্ধিগাও কমল, কাংশার মুছা, সাইফুল মোল্লাহ সিন্ডিকেটের মাধ্যমে বালু খেকোদের নিয়ন্ত্রন করে থাকে বলে জানা যায়। কমল কয়েকজন অবৈধ বালুর ব্যবসায়ীদের নাম জানিয়ে বলে আমি বালুর ব্যবসার সাথে জড়িত নই। সাইফুল মোল্লাহ জানায় আমার ট্রলি রয়েছে যারা ভাড়া দেয় তাদেরকে ট্রলির ভাড়া দেই আমি বালুর সাথে জড়িত নই। গত ২৬ সেপ্টেম্বর সকালে উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল আলম রাসেল বলেন অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হবে। অধৈধ বালুর সাথে জড়িতদের কোন ছাড় দেয়া হবে না জানিয়ে কঠোর প্রদক্ষেপ নিতে যাচ্ছে বলে জানান।