Thursday, June 27, 2024
Homeশেরপুরঝিনাইগাতীতে ঈদুল আজহা উপলক্ষে অসহায় পরিবারের মাঝে চাল বিতরণ

ঝিনাইগাতীতে ঈদুল আজহা উপলক্ষে অসহায় পরিবারের মাঝে চাল বিতরণ

ঝিনাইগাতী সংবাদদাতা : শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় গতকাল বুধবার সকালে উপজেলার ৭টি ইউনিয়নে ঈদুল আজহা উপলক্ষে প্রধানমন্ত্রী উপহার হিসাবে অসহায় পরিবারের মাঝে চাল বিতরণ করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল আলম রাসেল প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আব্দুল মান্নান ভিজিএফ চাল বিতরণ কর্মসূচি শুভ উদ্বোধন ও প্রত্যেক ইউনিয়ন পরিদর্শন করে সচ্ছতা দেখে সন্তষ্টি প্রকাশ করেন। এবার উপজেলায় ২৬.০২৭ মেট্রিকঁন চাল বরাদ্ধ পাওয়া গেছে। উপজেলার ১২ হাজার ৬শ ২৭ জন উপকারভোগীর মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়। উপজেলার ৭টি ইউনিয়নের ইউপি চেয়ারম্যানরা সুষ্ঠু ভাবে তদারকি করে দিন ব্যাপী ট্যাগ অফিসারের উপস্থিতির মধ্য দিয়ে ভিজিএফের চাল বিতরণ করেন। উপজেলার ইউএনও আশরাফুল আলম রাসেল পরিদর্শনের সময় চালের সঠিক উজন ও অসহায় পরিবারের মাঝে বিতরণের জন্যে নির্দেশ প্রদান করেন। কোন রকম অনিয়ম করা হলে তা আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে সংশ্লিষ্টদের সতর্ক করেন। ঈদুল আজহা উপলক্ষে অসহায় পরিবারগুলো ১০ কেজি করে চাল পেয়ে বেজায় খুশি হয়েছে।

Most Popular

Recent Comments