ঝিনাইগাতীতে উচ্ছেদকৃত পরিবার পুনর্বাসনের দাবিতে সংবাদ সম্মেলন

ঝিনাইগাতী সংবাদদাতা : শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় গত বৃহস্পতিবার সকালে উপজেলার বাকাকুড়া বাজারে উচ্ছেদকৃত পরিবার পুনর্বাসনের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন। সম্প্রতি বাকাকুড়া বাজারে কাংশা ইউনিয়ন ভূমি অফিস নির্মাণের লক্ষ্যে সরকারি জায়গা হতে অবৈধ দখলদারকে প্রশাসনের পক্ষ থেকে উচ্ছেদ করা হয়। উচ্ছেদকৃত পরিবার গুলো এখন কষ্টে দিনাপাত সহ ৫০ বছর ধরে ওই জমিতে বসবাস করে ব্যবসা বাণিজ্য করে জীবিকা নির্বাহ করছে বলে সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভূক্তভোগী পরিবারের পক্ষে মৃত অছিম উদ্দিনের ছেলে জাকির হোসেন। তাদের জীবিকা নির্বাহ করার জন্যে জায়গা বরাদ্ধ সহ কর্মসংস্থানের ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন পরিবারগুলো। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল আলম রাসেল জানান তিন বছর আগে ওই জায়গা ভূমি অফিস করার জন্যে শেরপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রস্তাব গ্রহণ করা হয়েছে। ক্ষতিগ্রস্থ পরিবার ও ভূমিহীনদের জন্যে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। উপজেলা প্রকৌশলী শুভ বসাক জানান ভূমি অফিসের কাজ শুরু করা হবে যে সকল পরিবারগুলো ভূমিহীন তাদের জন্যে সামনে একটু জায়গা রেখে দোকান পাঠ করে দিয়ে সরকারি নিয়ম অনুযায়ী কর্মসংস্থানের ব্যবস্থা গ্রহণ করার পরিকল্পনা আছে বলে জানান।