ঝিনাইগাতী সংবাদদাতা : গত মঙ্গলবার ১২ই আগস্ট সকালে এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর ২৫ বছর পূর্তিতে ঝিনাইগাতী উপজেলা পরিষদ হল রুমে ব্যতিক্রম ভাবে দিন ব্যাপী রজত জয়ন্তী উদ্যাপন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আসন গ্রহণ করেন উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল আলম রাসেল । অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কান্ট্রি ডিরেক্টর, এসআইএল ইন্টারন্যাশনাল জনাব কর্ণেলিউস টুডু । রজত জয়ন্তী উদ্যাপন অনুষ্ঠানে এসআইএল ইন্টারন্যাশনাল ২০০০ সাল হতে ২০২৫ সাল পর্যন্ত সফল কার্যক্রমের অগ্রযাত্রার গৌরবময় কাজের অর্জনসমূহ তুলে ধরা হয়। সুদীর্ঘ এক চতুর্থাংশ শতাব্দী ধরে, ভাষা ও সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ, বিকাশ এবং পুনর্জাগরণের লক্ষ্যে সংস্থাটির নিরলস পথচলায় অর্জনসমূহ ক্ষুদু-নৃ জনগোষ্ঠির মুখের ভাষা ফুটিয়ে তুলেছেন। ভাষা ও সাংস্কৃতিক ঐতিহ্য প্রজন্ম থেকে প্রজন্ম জীবন্ত রাখতে এই সংস্থা একটি অন্তর্ভুক্তিমূলক সমাজ বিনির্মাণে অঙ্গীকারবদ্ধ থেকেছে, যেখানে প্রতিটি মানুষ নিজেদের ভবিষ্যৎ নিজেরাই গড়ে তুলতে সক্ষম এবং ক্ষমতায়িত হয়ে উঠেছেন। সংস্থার অর্জনসমূহ ডিজিটাল প্রযুক্তিতে প্রদর্শনের পাশাপাশি উপস্থিত আমন্ত্রিত অতিথিবৃন্দ সংস্থার অর্জনসমূহের ভূয়সি প্রশংসা করেছেন। অতিথিবৃন্দের মূল্যবান বক্তব্যের মাঝেই গারো,কোচ,হাজং সহ ৪ টি দল নৃ-গোষ্ঠির ঐতিহ্যবাহী নৃত্য প্রদর্শনের মাধ্যমে দর্শকদের মাতিয়ে তুলেন। অনুষ্ঠানে বিশেষ হিসাবে উপজেলা উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ফয়েজুর রহমান আকন্দ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সানজা হোসাইন সানী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আশরাফুল আলম, উপজেলা যুব উন্নয়ণ কর্মকর্তা হাবিবুর রহমান, উপজেলা সমবায় কর্মকর্তা রকুনুজ্জামান, সহকারি পরিচালক- প্রোগ্রামস, এসআইএল সংস্থার পিন্টু এ্যালবার্ট পিরিচ, ইউপি চেয়ারম্যান, শিক্ষকবৃন্দ, ক্ষুদ্র নৃ-গোষ্ঠির নেতৃবৃন্দ, বিভিন্ন এনজিও কর্মকর্তাগণ, ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে জাতীয় পতাকা উত্তোলন, বেলুন ও শান্তির পায়রা আনুষ্ঠানিকে ভাবে উড়িয়ে অতিথিদেরকে নেচে গেয়ে ফুলের শুভেচ্ছা জানিয়ে আদবাসীর ঐতিহ্য মুকুট ও উত্তরী পড়িয়ে বরণ করে নিয়ে ২৫ বছরে ২৫টি মোমবাতি প্রজ্জলন করা হয়।
ঝিনাইগাতীতে এসআইএল ইন্টারন্যাশনালের ব্যতিক্রম ভাবে রজত জয়ন্তী উদ্যাপন
