ঝিনাইগাতীতে গণহত্যা দিবস পালিত

ঝিনাইগাতী সংবাদদাতা : শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় আজ সোমবার সকাল ১১টার সময় উপজেলা প্রশাসনের আয়োজনে গণহত্যা দিবস পালিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মাহমুদ ভূইঁয়ার সভাপতিত্বে উপজেলার হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধে পাক বাহিনীর দোসররা নির্মম ভাবে বাঙালির উপর নির্যাতন করে গণহত্যার ইতিহাস তুলে ধরে বক্তব্য রাখেন, ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান মোফাজ্জল হোসেন, উপজেলার সহকারী কমিশনার ভূমি আশরাফুল কবীর, থানা অফিসার্স ইনচার্জ বছির আহাম্মেদ বাদল, স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: রাজীব সাহা, বীর মুক্তিযোদ্ধা সুরুজ্জামান আকন্দ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল মান্নান, দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আবুল হাশেম প্রমুখ। সভার সভাপতি ইউএনও আব্দুল্লাহ আল মাহমুদ ভূইঁয়া পাক হানাদার বাহিনীর আক্রমনে যে সমস্ত নিরহ বাঙালি গণহত্যার শিকার হয়ে শহিদ হয়েছেন তাদের আত্মার মাগফেরাত কামনা ও শ্রদ্বা জানিয়ে বক্তব্য রাখেন।