ঝিনাইগাতী সংবাদদাতা : শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার মরিয়মনগর ধর্মপল্লীর উচ্চ বিদ্যালয়ের মাঠে দুইদিন ব্যাপী আজ রোববার ওয়ানগালা উৎসব গারোদের মিলন মেলার মধ্য দিয়ে সমাপ্ত ঘটেছে। প্রতি বছরের ন্যায় নবান্নকে ছড়িয়ে দিতে ওয়ানগালা উৎসবের মাধ্যমে গারোদের হারিয়ে যাওয়া খাদ্য ও সংস্কৃতিকে তুলে ধরে এ উৎসবের আয়োজন করা হয়। এই উৎসবকে ঘিরে স্কুল মাঠে নানা রং দিয়ে সাজিয়ে নিজেরা রংতুলি দিয়ে উৎসবের আমেজ ফুটিয়ে তুলেছে । ওয়ানগালা উৎসবে মরিয়ম নগর স্কুল মাঠে গারোদের এক মিলন মেলায় পরিণত হয়। তারা নতুনত্ব পোষাক পড়ে একে অন্যকে আলিঙ্গন করে শুভেচ্ছা বিনিময় করেন। ঝিনাইগাতী উপজেলা ছাড়াও দেশের বিভিন্ন জায়গা থেকে সমবেত হয়ে উৎসবকে প্রাণবন্ত করে তুলেন। এ উপলক্ষে স্কুল মাঠে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সি,এস,সি ধর্মপাল বিশপ পনেন কুবি, ধর্ম প্রদেশ ময়মনসিংহ। আরো উপস্থিত ছিলেন ট্রাইবেল ওয়েলফেয়ারের চেয়ারম্যান নবেশ খুকশি, সাধারণ সম্পাদক ওযাসিম ¤্রং, রবেতা ¤্রং, শিলা ¤্রং, প্রধান শিক্ষক অঞ্জন দা সহ গারো সম্প্রদায়ের নেতৃবৃন্দরা।
Related Posts
মাদারগঞ্জে ড্রাগ লাইসেন্স ছাড়াই ওষুধদের রমরমা ব্যবসা
- AJ Desk
- March 2, 2024
এস,এম হুমায়ুন কবির : জামালপুরের মাদারগঞ্জ উপজেলার সদরসহ বিভিন্ন হাট বাজারে ড্রাগ লাইসেন্স ছাড়াই অনেকেই […]
সাব-রেজিষ্ট্রার কার্যালয়ে কর্মরত নকলনবিশগনের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষে অভ্যন্তরীণ প্রশিক্ষণ কর্মশালা
- AJ Desk
- February 15, 2024
সাদিক মাহমুদ অর্প : জামালপুর সদর সাব-রেজিষ্ট্রারের কার্যালয়ে কর্মরত নকলনবিশগনের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষে অভ্যন্তরীণ […]
জামালপুরের কিছু গ্রামে বিচ্ছিন্নভাবে পালিত হচ্ছে ঈদুল ফিতর
- AJ Desk
- April 10, 2024
আরবি মাসের তারিখ অনুযায়ী ও শাওয়াল মাসের চাঁদ দেখে বিশ্বের সাথে তাল মিলিয়ে জামালপুরের সরিষাবাড়ী […]