ঝিনাইগাতীতে জাঁক জমকপূর্ণ ভাবে বড় দিন পালিত

ঝিনাইগাতী সংবাদদাতা ; খ্রীষ্টান ধর্মাবলীদের সব চেয়ে বড় ধর্মীয় উৎসব ২৫ ডিসেম্বর বড় দিন। দিনটি জাঁক জঁমক ভাবে ধর্মীয় গার্ম্বিয়্যের মাধ্যমে পালন করা হয় সকল আদিবাসী অধ্যুষিত এলাকা মরিয়ম নগর মিশনসহ অন্যান্য ধর্ম পল্লীতে চারিদিকে নানা রংঙ্গে সাজিয়েছেন আদিবাসী পল্লী গুলো। আদিবাসী পল্লী গুলোর মধ্যে মরিয়ম নগর মিশন, বাকাকুড়া ও নক্সীতে ধর্মীয় উৎসব পালন করা হয়। আদিবাসী পল্লীতে নির্বিঘেœ ধর্মীয় উৎসব পালনের জন্য পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তার ব্যবস্থা। মরিয়ম নগর মিশনে সকালে প্রার্থনা কেক কাটা হয়। কর্মসূচি পরিচালনা করেন মরিয়ম নগর ধর্ম পল্লীর সহকারী পাল পুরোহিত ফাদার লেজেন্ট রিভারু সি.এস.সি। আদিবাসী পল্লীতে বড় দিনকে কেন্দ্র করে তাদের সকল আত্মীয় স্বজন একত্র হয়ে তৈরী হয়েছে এক মিলন মেলার। দিনব্যাপী অন্যান্য অনুষ্ঠানের মধ্যে ছিল, র‌্যাফেল লটারীর ড্র, সাংস্কৃতিক অনুষ্ঠান। অপর দিকে শ্রীবরদী ও ঝিনাইগাতী উপজেলার দায়িত্বরত সেনাবাহিনী চৌকসের একটি টিম নিপত্তা জোরদার করেছে। শেরপুরের পুলিশ সুপার আমিনূল ইসলাস, জেলা প্রেস ক্লাবের সভাপতি কাকন রেজা, সম্পাদক মাছুদ হাসান বাদল সহ সাংবাদিক ও পুলিশ সহ উপজেলার গীর্জাগুলো পরিদর্শন করেন।