ঝিনাইগাতী সংবাদদাতা ; খ্রীষ্টান ধর্মাবলীদের সব চেয়ে বড় ধর্মীয় উৎসব ২৫ ডিসেম্বর বড় দিন। দিনটি জাঁক জঁমক ভাবে ধর্মীয় গার্ম্বিয়্যের মাধ্যমে পালন করা হয় সকল আদিবাসী অধ্যুষিত এলাকা মরিয়ম নগর মিশনসহ অন্যান্য ধর্ম পল্লীতে চারিদিকে নানা রংঙ্গে সাজিয়েছেন আদিবাসী পল্লী গুলো। আদিবাসী পল্লী গুলোর মধ্যে মরিয়ম নগর মিশন, বাকাকুড়া ও নক্সীতে ধর্মীয় উৎসব পালন করা হয়। আদিবাসী পল্লীতে নির্বিঘেœ ধর্মীয় উৎসব পালনের জন্য পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তার ব্যবস্থা। মরিয়ম নগর মিশনে সকালে প্রার্থনা কেক কাটা হয়। কর্মসূচি পরিচালনা করেন মরিয়ম নগর ধর্ম পল্লীর সহকারী পাল পুরোহিত ফাদার লেজেন্ট রিভারু সি.এস.সি। আদিবাসী পল্লীতে বড় দিনকে কেন্দ্র করে তাদের সকল আত্মীয় স্বজন একত্র হয়ে তৈরী হয়েছে এক মিলন মেলার। দিনব্যাপী অন্যান্য অনুষ্ঠানের মধ্যে ছিল, র্যাফেল লটারীর ড্র, সাংস্কৃতিক অনুষ্ঠান। অপর দিকে শ্রীবরদী ও ঝিনাইগাতী উপজেলার দায়িত্বরত সেনাবাহিনী চৌকসের একটি টিম নিপত্তা জোরদার করেছে। শেরপুরের পুলিশ সুপার আমিনূল ইসলাস, জেলা প্রেস ক্লাবের সভাপতি কাকন রেজা, সম্পাদক মাছুদ হাসান বাদল সহ সাংবাদিক ও পুলিশ সহ উপজেলার গীর্জাগুলো পরিদর্শন করেন।
Related Posts
ঝিনাইগাতী মাদ্রাসার ৪ তলা ভবনের ছাদ ঢালাই কাজ উদ্বোধন
- AJ Desk
- May 14, 2024
ঝিনাইগাতী সংবাদদাতা : শেরপুরের ঝিনাইগাতী উপজেলা সদর বাজারের জামিয়া ইসলামিয়া মদিনাতুল উলুম মাদ্রাসা ও সদর […]
শেরপুরে একই পরিবারের তিন মাদক কারবারি আটক
- AJ Desk
- November 14, 2024
শেরপুর সংবাদদাতা : শেরপুরে সেনাবাহিনী ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ অভিযানে ৩০ গ্রাম হেরোইন এবং […]
শেরপুরে কৃষক ইসমাইল হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার
- AJ Desk
- February 4, 2024
শেরপুর সংবাদদাতা : শেরপুর সদরের ঘুঘুরাকান্দি উত্তরপাড়ার চাঞ্চল্যকর কৃষক ইসমাইল হত্যা মামলার প্রধান আসামি মঞ্জিল […]