ঝিনাইগাতীতে জাতীয় কন্যাশিশু দিবস পালিত

ঝিনাইগাতী সংবাদদাতা : শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় গতকাল সোমবার সকালে উপজেলা প্রশাসন ও মহিলা বিঘয়ক অধিদপ্তরের আয়োজনে জাতীয় কন্যাশিশু দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে কন্যাশিশুর স্বপ্নে গড়ি আগামী দিনের বাংলাদেশ প্রতিপাদ্যকে সামনে রেখে এক র‌্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলার হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল আলম রাসেলের সভাপতিত্বে বক্তব্য রাখেন মহিলা বিষয়ক কর্মকর্তা আশরাফুল আলম, যুব উন্নয়ন কর্মকর্তা রুকনুজ্জামান প্রমুখ। অপরদিকে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে প্রতিবন্ধী শিশুদের মাঝে ২টি হুইল চেয়ার,২টি শ্রবনযন্ত্র ও ১৪জনকে চিকিৎসা সহায়তা প্রদান করা হয়। ১৮ জন শিশুকে এ সামগ্রী ও সহায়তা তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল আলম রাসেল। এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফারহানা পারভিন, সহকারী শিক্ষ কর্মকর্তা শাহরিয়ার পারভেজ প্রমুখ। অন্যদিকে গতকাল সোমবার দুপুরের আগ মুহুর্তে আহাম্মদনগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে শেরপুর তথ্য অফিসের আয়োজনে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি অনিন্দাতা রানী ভৌমিক। সকল কমসূচিতে গণমাধ্যমকর্মী সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।