ঝিনাইগাতীতে জাতীয় ভোটার দিবস পালিত

ঝিনাইগাতী সংবাদদাতা : শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় গতকাল রোববার ২রা মার্চ ঝিনাইগাতী উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে ’তোমার আমার বাংলাদেশে’ ভোট দিব মিলেমিশে’ প্রতিপাদ্য নিয়ে উপজেলার সামনে থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বাহির হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। র‌্যালি শেষে উপজেলার হল রুমে উপজেলা নির্বাচন কর্মকর্তা জহিরুল হকের সভাপতিত্বে রুস্তুম আলীর সঞ্চালনায় দিবসের তাৎপর্য তুলে ধরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহবায়ক শাহাজাহান আকন্দ, যুঘ¥ আহবায়ক আব্দুল মান্নান, জামায়াতের আমির মাওলানা নূরল ইসলাম, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: ফায়েজুর আকন্দ, সাংবাদিক গোলাম রব্বানী-টিটু সহ আরো অনেকেই। বক্তারা বিগত দিনের নির্বাচন কমিশনের কার্যকলাপ নিয়ে ও দিনের ভোট রাতে হওয়ার ফলে সমালোচনা করেন। বর্তমান সুষ্ঠু সুন্দর পরিবেশে গনতান্ত্রিক প্রক্রিয়ায় সময়ের ভোট সময়ে দিব এই কথা বিশ্বাস করে বাংলাদেশে জাতীয় ভোটার দিবসে ভালো নির্বাচন প্রত্যাশা করেন।