ঝিনাইগাতী সংবাদদাতা : শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় গতকাল মঙ্গলবার খাদ্য ব্যবসায়ী হল রুমে ঝিনাইগাতী জামায়াত ইসলামি উপজেলা শাখার আয়োজনে দিনব্যাপী কর্মী শিক্ষা শিবির ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলা জামায়াতের আমির মাওলানা নূরল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে জেলা জামায়াতের আমির মাওলানা হাফিজুর রহমান ও বিশেষ অতিথি শেরপুর তিন আসনের দলীয় মনোনয়ন প্রাপ্ত জেলা সাধারণ সম্পাদক নুরুজ্জামান বাদল বক্তব্য রাখেন। অন্যদের মধ্য থেকে জামায়াত নেতা মাওলানা নূর নবী, আব্দুল হাকিম, নূর ইসলাম, আসাদুল্লাহ সিরাজী সহ আরো অনেকেই। বক্তারা জামায়াতের বিরুদ্ধে সারা দেশে অতিতেও ষড়যন্ত্র এবং বর্তমানেও ষড়যন্ত্র হচ্ছে তা দলীয় ভাবে দাত ভা্ঙ্গংার জবাব দেওয়া হবে বলে জানান। দলের আদর্শ তুলে ধরে তারা আরো বলেন জামায়াতের পতাকার নিচে এক্যবদ্ধ হয়ে সামনের সংসদ নির্বাচনে জামায়াতের প্রাথীকে ভোট দেওয়ার আহবান রাখেন বক্তারা। কর্মসূচিতে ইউনিয়, ওয়ার্ড ও জামায়াতের সমর্থকরা অংশ গ্রহণ করেন।
ঝিনাইগাতীতে জামায়াতের দিন ব্যাপী কর্মী শিক্ষা শিবির ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
