ঝিনাইগাতীতে জুয়া সহ অসামাজিক কার্যকলাপ বন্ধ করতে গেলে পুলিশের উপর হামলা

ঝিনাইগাতী সংবাদদাতা ; শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার সদর ইউনিয়নের পাইকুড়া বাজারের বালিয়াচন্ডিতে গত শনিবার জুয়া সহ অসামাজিক কার্যকলাপ বন্ধ করতে গেলে পুলিশের উপর হামলার ঘটনা ঘটেছে। জানা যায় পাইকুড়া বাজারে জুয়াসহ অসামাজিক কার্যকলাপ চলছে এমন সংবাদের ভিত্তিতে ঝিনাইগাতী থানা পুলিশের একটি টিম তা বন্ধ করতে ঘটনা স্থলে উপস্থিত হলে কিছু জুয়া আসরের পক্ষের লোকজন পুলিশের উপর হামলা চালায়। এতে ৫ পুলিশ সদস্য আহত হয়। এরা হলেন এসআই হারুন অর রশিদ,এস আই মনিরুজ্জামান, পুলিশ সদস্য তাজুল ইসলাম,শহিদুল ও ফরহাদ আহত হয়। এরা ঝিনাইগাতী হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে থানায় প্রবেশ করেন। অভিযোগ উঠেছে আনন্দ আহাম্মেদ, সাবেক ইউপি সদস্য আসাদ আলী, ইনছান আলী সহ আওয়ামীলীগের কথিত সমর্থকরা এই জুয়ার আসরের আয়োজন করে থাকে। এ ব্যাপারে ওসি আল আমিন জানান পুলিশের কাজে বাধা প্রদান ও অবৈধ জুয়ার আসর বসানোর ফলে ২টি নিয়মিত মামলা রুজু হয়েছে। অভিযান পরিচালনা করে ঘটনার সাথে জড়িত থাকার ফলে সাজেদুল ইসলাম (২৩) একজনকে রাতেই গ্রেপ্তার করা হয়েছে। শেরপুর জেলা পুলিশ সুপার আমিনুল ইসলাম জানান, অবৈধ কোন কার্যকলাপের সাথে পুলিশের আপোষ নেই। পুলিশের উপর যাহারা হামলা করেছে তা আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।