ঝিনাইগাতী সংবাদদাতা : শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় তারেক রহমানের নির্দেশে নগদ অর্থ নিয়ে বন্যার্তদের পাশে দাঁড়িয়েছে শেরপুর জেলা বিএনপির সাবেক সভাপতি স্থানীয় বিএনপির মনোনিত সাবেক সংসদ সদস্য বর্তমান কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য মাহমুদুল হক রুবেল। সম্প্রতি ভয়াবহ রাক্ষসী বন্যায় উপজেলার হাজার হাজার মানুষ মহারশি নদীর তীরবর্তী এলাকায় বন্যার পানিতে নিমজিÍত হয়ে পড়ে। যার ফলে নদীর তীরবর্তী এলাকাসহ উপজেলার কয়েকটি ইউনিয়ন প্লাবিত হয়ে পড়ে। বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে বিএনপির পক্ষ থেকে মাহমুদুল হক রুবেল নগদ ২ লাখ টাকা বন্যার্তদের মাঝে ভিতরণ করেন। এ সময় তিনি দিঘীড়পাড়,ব্রিজপাড়, হাতিবান্ধা, মালঝিকান্ধা ও ডাকাবর বন্যার পানিতে নিহত ইসমাইলের পরিবারকে শান্তনা প্রদান ও নগদ অর্থ প্রদান করে কবর জিয়ারত করেন। মাহমুদুল হক রুবেল বন্যার্তদের নগদ টাকা বিতরণের সময় তারেক জিয়ার পক্ষ থেকে সালাম পৌছে দিয়ে নগদ অর্থ হাতে তুলে দিয়ে বলেন, আগামী সংসদ নির্বাচনে বিএনপিকে সমর্থন দিয়ে ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে ক্ষমতায় আনার জন্যে অনুরোধ করেন। পরে সবার নিকট দেশ নেত্রী খালেদা জিয়ার জন্যে দোয়া প্রার্থনা করেন। এ সময় উপজেলা বিএনপি নেতা শাহাজাহান আকন্দ, লুৎফর রহমান ও আব্দুল মান্নান সহ নেতা কর্মীরা উপস্থিাত ছিলেন।
ঝিনাইগাতীতে তারেক রহমানের নির্দেশে নগদ অর্থ নিয়ে বন্যার্তদের পাশে রুবেল
