ঝিনাইগাতীতে নকলমুক্ত পরিবেশে এসএসসি ও দাখিল পরীক্ষা অনুষ্ঠিত: অনুপস্থিত-৪২

ঝিনাইগাতী সংবাদদাতা ; শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় গতকাল বৃহস্পতিবার সারা দেশের ন্যায় এসএসসি ও দাখিল পরীক্ষা নকলমুক্ত পরিবেশে শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষার প্রথম দিনে বাংলা প্রথম পত্রে ১৬জন ও কোরান মাজিদ পরীক্ষায় ২৬জন মোট ৪২জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। পরীক্ষা চলাকালীন কোন রকম অপ্রতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। এবার ঝিনাইগাতী সরকারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের কেন্দ্রে ৭৩৮ জন হাজি অছিমদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়ের কেন্দ্রে ৭৮৭ জন ও দীঘিরপাড় ফাজিল ডিগ্রী মাদ্রাসা কেন্দ্রে ২৯১জন পরীক্ষার্থী অংশ গ্রহণ করে। সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলম রাসেল উপজেলার পরীক্ষার মূল ও ভেন্যু কেন্দ্রগুলো সরজমিনে পরিদর্শন করেন। এ সময় তিনি শিক্ষার্থী ও পরীক্ষায় নিয়োজিত শিক্ষকদের নকলমুক্ত পরিবেশে পরীক্ষা গ্রহণের জন্যে নির্দেশ প্রদান করেন। পরিদর্শনের সময় উপজেলা কৃষি অফিসার ফরহাদ হোসেন উপস্থিত ছিলেন।