ঝিনাইগাতীতে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ

ঝিনাইগাতী সংবাদদাতা : শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় গতকাল শনিবার সকালে উপজেলার ব্রিজপাড় সংলঘœ রেজিয়া হোসেন প্রতিবন্ধী স্কুলে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। ঝিনাইগাতী উপজেলার কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির সাধারণ সম্পাদক শাফি মেডিকেল হলের সত্বাধিকারী শাহা জামাল নিজ অর্থায়নে এ সব ত্রাণ সামগ্রী বিতরণ করেন। মুড়ি,চিড়া,ডাল, তৈল, সাবান,চাল, আলু সহ ১২ প্রকারের খাদ্য সামগ্রী ও প্রাথমিক চিকিৎসা সেবা হিসাবে ৩০টি পরিবারকে ঔষধ পত্র বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন তার বাবা মোজাম্মেল হক, নিয়ামত আলী, সাংবাদিক হারুন অরশিদ দুদু, মোরাদ হোসেন চাঁন প্রমুখ। ত্রাণ সামগ্রী হাতে পেয়ে বন্যার্তরা তার মানবিক কর্মকান্ডে স্বস্তি প্রকাশ করেছেন।