ঝিনাইগাতী সংবাদদাতা : শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় গত শুক্রবার বাদ আছর স্থানীয় বিএনপি অফিসে বিএনপির স্বপ্নদ্রষ্টা, আপোসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার শুভ জন্মদিন পালিত হয়েছে। এ উপলক্ষে মিলাদ, দোয়া মাহফিল ও সংক্ষিপ্ত আকারে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিএনপির নেতা শাহাজাহান আকন্দর সভাপতিত্বে আব্দুল মান্নানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি মাহমুদুল হক রুবেল। এ সময় প্রধান অতিথি রুবেল খালেদা জিয়াকে আইকন বলে আপোসহীন,দেশ মাতা সর্বজনীন এশিয়া মহাদেশের গর্বিত নেত্রীর রোগমুক্তি কামনা করে ক্রয়োদশ সংসদে তার নেতৃত্বে সংসদ গঠন হবে আশাবাদ ব্যক্ত করে সকল নেতাকর্মীদের নিকট দোয়া প্রার্থনা করে নেত্রীর গুণাবলী তুলে ধরেন । তিনি আরো বলেন ফ্যাসিষ্ট হাসিনা বিগত সময়ে আমাদের নেত্রীর জন্মদিন পালন সহ নানা নির্যাতন, অত্যাচার,মামলা হামলা ভয়ভীতি দেখিয়ে বিএনপিকে নসাৎ করার চক্রান্ত করেছে। গণ-অভ্যুঙ্খানে পালিয়ে যেয়ে দেশে অশান্তি করার চক্রান্ত ও তার দোসররা উৎ পেতে আছে বলে আওয়ামী সরকারের ব্যাপক সমালোচনা করেন। পরে ওলামা দলের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বিশেষ মোনাজাত পরিচালনা করেন। কর্মসূচিতে উপজেলার ৭টি ইউনিয়নের সকল নেতাকর্মীরা সহ বিএনপির ভক্তরা উপস্থিত ছিলেন।
ঝিনাইগাতীতে বিএনপির স্বপ্নদ্রষ্টা বেগম খালেদা জিয়ার জন্মদিন পালিত
