ঝিনাইগাতী সংবাদদাতা : শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় গতকাল সোমবার উপজেলা পরিবার পরিকল্পনা অফিসের আয়োজনে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও কাজের স্বীকৃতি স্বরুপ পুরস্কার বিতরণ করা হয়েছে। উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: জুনিয়র তাহের রেনেসাঁর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল আলম রাসেল। বিশেষ অতিথি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: রাজীব সাহা, কাংশা ইউপি চেয়ারম্যান আতাউর রহমান, নলকুড়া ইউপি চেয়ারম্যান রুকনুজ্জামান, সাংবাদিক গোলাম রব্বানী-টিটু, সহকারী শিক্ষক ফরিদ আহাম্মেদ প্রমুখ। বক্তারা ”ন্যায্য ও সম্ভাবনাময় বিশ্বে পছন্দের পরিবার গড়তে প্রয়োজন তারুণ্যের ক্ষমতায়ন” প্রতিপাদ্য সামনে নিয়ে দিকনির্দেশনা মূলক বক্তব্য তুলে ধরেন। এ সময় প্রধান অতিথি আশরাফুল আলম রাসেল বলেন তরুণদের সামনের দিনে নেতৃত্ব ও দেশ গড়ার ভূমিকায় রাখতে হবে। ২৪ জুলাই/ আগস্টে সরকার পতনের তরুণদের ভূমিকা ছিল অতুলনীয়। জনসংখ্যা বিশ্বের অনেক দেশে বোঝা না হয়ে সম্পদে পরিণত হয়েছে। আমাদের দেশে সঠিক পরিকল্পনা গ্রহণ করে জনসংখ্যা নিয়ন্ত্রনে পরিবার পরিকল্পনা অধিদপ্তরে নিয়োজিতদের কাজ করার আহবান রাখেন। পরে পরিবার পরিকল্পনা কাজের স্বীকৃতি স্বরুপ মাঠকর্মী ও তিন ইউপি চেয়ারম্যানকে কাজী সেলিম রেজার পরিচালনায় ক্রেস্ট ও পুরস্কার প্রদান করেন আলোচনা সভার অতিথিরা।
ঝিনাইগাতীতে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষ্যে আলোচনা ও পুরস্কার বিতরণ
