ঝিনাইগাতী সংবাদদাতা : শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার নলকুড়া ইউনিয়নের জারুলতলা গ্রামের বীর মুক্তিযোদ্ধা অবসর প্রাপ্ত সেনাবাহিনীর সার্জেন্ট আলহাজ্ব সামছ উদ্দিন এর স্ত্রীর জমি বেদখলের পায়তারা করার অভিযোগ পাওয়া গেছে। জানা যায় ৪/২/ ২০১৬ সালে বিআরএস ১১২ খতিয়ান ২৭৯/২৮০নং দাগে নলকুড়া মৌজায় ১৮ শতাংশ সাবরেজিস্ট্রি দলিল নং ৬৯৭ এবং একই তারিখে ১৩২ নং খতিয়ানে ৮৮৪ নং দাগে গজারিকুড়া মৌজায় ২২ শতাংশ ভূমি দলিল নং ৩৯৮ ঝিনাইগাতী সাবরেজিস্ট্রি দলিল মূলে তার স্ত্রী রাহিমা খাতুন তার ভাই ও মৃত বদিউজ্জামানের ছেলে মাহফুজুর রহমানের নিকট থেকে ক্রয় করেন। জমি ক্রয় করে বিগত ৮ বছর ভোগ দখল করে আসছে রাহিমা খাতুন। মাহফুজুর রহমান সহ তিন ভাই মিলে জমিতে খুঁটি পুঁতে জমি বেদখলের পায়তারা করে আসছে। রাহিমা জানায় পৈত্রিক সম্পত্তি ওয়ারিশ সূত্রে আমার এক ভাইয়ের নিকট থেকে সাবরেজিস্ট্রি দলিল করে ভোগ দখল করে আসছি। হঠাৎ তারা এসে আমার জমির মধ্যে খুঁটি পূঁতে বেদখল করার চেষ্টা করে। বীর মুক্তিযোদ্ধা সামছ উদ্দিন জানায় আমার রোপণকৃত হলুদ গাছে বিষ প্রয়োগ করে জমিতে খুঁিট পুঁতেছে তাদের উদ্দ্যেশ্য ভালো না। মাহফুজুর রহমান ফোনে জানায় আমি জমি বিক্রি করেছি জমি বেদখল করার কোন চিন্তা করি নাই ওদের জমি ওরা পাবে। এলাকাবাসী জানায় তারা জমি ক্রয় করে খারিজ ও ভূমি উন্নয়ন কর দিয়ে ভোগদখলে আছে জমিতে খুঁটি কেন পুঁতেছে তা জানি না বলে সুষ্ঠু সমাধানের জন্যে জোরদাবি জানিয়েছেন অনেকেই।
Related Posts
শেরপুরে মহানবী (সা.) কে কটূক্তি করায় বিক্ষোভ
- AJ Desk
- September 30, 2024
শেরপুর সংবাদদাতা : মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর শানে ভারতের হিন্দু পুরোহিত রামগিরি মহারাজ ও […]
শেরপুরের কাওয়াপেচী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ
- AJ Desk
- June 12, 2024
শেরপুর সংবাদদাতা : “শিক্ষিত মা এক প্রস্ফুটিত ফুল, প্রতিটি ঘর হবে এক একটি ফুল” এই […]
প্রথম ডিজিটাল জনশুমারি ও গৃহগণনার শেরপুর জেলার রিপোর্ট প্রকাশ
- AJ Desk
- June 29, 2024
শেরপুর সংবাদদাতা ; বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো কর্তৃক পরিচালিত দেশের প্রথম ডিজিটাল শুমারি ‘ঈড়সঢ়ঁঃবৎ অংংরংঃবফ চবৎংড়হধষ […]