ঝিনাইগাতীতে ভূমি অফিস দালাল মুক্ত রাখতে হবে

ঝিনাইগাতী সংবাদদাতা : শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার ভূমি অফিস দালাল মুক্ত রাখতে হবে মন্তব্য করে শেরপুর জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান গতকাল সোমবার সকালে উপজেলার গৌরিপুর ও নলকুড়া ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শনে এসে এসব কথা বলেন। তিনি আরো বলেন উপজেলার মানুষ ভূমি সেবা নিতে যেন কোন প্রকার হয়রানির শিকার না হয়। সে দিকে নজর রেখে ভূমি সেবা দিতে সরকারী কর্মকর্তাদের নির্দেশ প্রদান করেন। পরে ভূমি সেবা সহায়তা কেন্দ্র শুভ উদ্বোধন ঘোষণা করেন। এ সময় উপজেলা নির্বাাহী অফিসার আশরাফুল আলম রাসেল. সহকারী কমিশনার ভূমি অনিন্দাতা রাণী ভৌমিক, নায়েব রুকনুজ্জামান সহ সংশ্লিষ্ট ভূমি অফিসের কর্মরত চাকরীজীবিরা উপস্থিত ছিলেন। অপর দিকে আজ বিকালে ঝিনাইগাতী বাজারের মুরগীর বাজার স্থানান্তর করায় শেরপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জাহিদ হাসান প্রিন্স পরিদর্শন করে সঠিক সিদ্বান্তর জন্যে সন্তষ্টি প্রকাশ করেন।