ঝিনাইগাতীতে ভূয়া পশু পল্লী চিকিৎসকের বিরুদ্ধে গরু মেরে ফেলার অভিযোগ

ঝিনাইগাতী সংবাদদাতা : শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় ভূয়া পশু পল্লী চিকিৎসকের বিরুদ্ধে গরু মেরে ফেলার অভিযোগ পাওয়া গেছে। গান্ধিগাও নিবাসী মৃত আব্দুল লতিফ মাষ্টারের ছেলে তুহিন মিয়া ভূয়া পশু পল্লী চিকিৎসকের পরিচয় দিয়ে প্রতাবনগর নিবাসী আব্দুল হাকিমের একটি ষাড় গরু যার মূল্য ৮০ হাজার টাকা ভূল চিকিৎসা দিয়ে গতকাল বিকালে মেরে ফেলেছে বলে অভিযোগ করেছেন ভূক্তভোগী পরিবার। এ ব্যাপারে আব্দুল হাকিম ভূয়া পল্লী চিকিৎসক তুহিনের বিচার চেয়ে উপজেলা নির্বাহী অফিসারের বরারর অভিযোগ করেছেন। তার প্রেক্ষিতে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: এ,টি,এম ফায়েজুর রাজ্জাক আকন্দ মৃত গরুটি দেখতে যান এবং ঘটনা স্থল পরিদর্শন করেন। এ সময় এলাকাবাসী অভিযোগ করেন তুহিন এই গ্রামে উপজেলা প্রাণী সম্পদ অফিসের ভূয়া ডাক্তার পরিচয় দিয়ে পশু চিকিৎসা করে আসছে। ইতি মধ্যেই একই গ্রামে দ্ইুটি গরু তার ভূল চিকিৎসায় মারা গেছে বলে এই প্রতারকের বিচার দাবি করেন। এলাকাবাসী বাদশা মিয়া, গরুর মালিক অধব্দুল হাকিম তুহিনের বিচার চেয়ে ভূয়া চিকিৎসার নামে খামারিদের সাথে প্রতারণা বন্ধে তার শাস্তি দাবি করে বিচার চান। এ ব্যাপারে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: এ,টি,এম ফায়েজুর রাজ্জাক আকন্দ বলেন অভিযোগের প্রেক্ষিতে এখানে এসে গরুটির মৃত দেহ দেখতে পাই। তুহিন বিভিন্ন জায়গায় ভূয়া ডাক্তারের পরিচয় দিয়ে ভূল চিকিসা দিয়ে আসছে যা আইনগত দন্ডনিয় অপরাধ। তার কোন সনদ বা প্রশিক্ষণ নেই মানুষের সাথে প্রতারণা করে আসছে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে জানিয়ে বলেন সে কখনও ডাক্তারের পরিচয় দিতে পারে না।