ঝিনাইগাতীতে ভোক্তা অধিকার আইন বাস্তবায়নে অভিযান

ঝিনাইগাতী সংবাদদাতা : শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় গত বৃহস্পতিবার সকালে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর শেরপুর আইন বাস্তবায়নে অভিযান পরিচালনা করেন। এ সময় ঝিনাইগাতী বাজারের সদরে কয়েকটি কনফেকশনারি দোকানে অভিযান পরিচালনা করে মেয়াদ উত্তীর্ণ খাবার রাখার দায়ে তিনটি দোকানে ১১ হাজার টাকা জরিমানা আদায় করে ব্যবসায়ীদেরকে সতর্ক করে ভোক্তা অধিকার আইন বাস্তবায়নে নিদের্শনা প্রদান করা হয়। অভিযান পরিচালনা করেন শেরপুর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক কাজী রাকিবুল হাসান। এ সময় তার সাথে ঝিনাইগাতী হাসপাতালের সেনেটারী ইন্সপেক্টর আব্দুল মান্নান সহ আনসার সদস্যরা উপস্থিত ছিলেন। সহকারী পরিচালক রাকিবুল হাসান অভিযান পরিচালনার সময় ভিডিও ধারণ না করার জন্যে সাংবাদিকদেরকে নিষেধ করে বলেন আপনারা পরে আমার নিকট থেকে তথ্য ও ছবি নিবেন বলে জানান। পরে অভিযান শেষ করে তিনি ছবি নিতে বললে সাংবাদিকরা আর ছবি নেয়নি বলে জানিয়ে বলেন আমাদের কাজ হয়ে গেছে আর ছবি লাগবে না।