ঝিনাইগাতীতে মাসিক আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত

ঝিনাইগাতী সংবাদদাতা : শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় আজ সোমবার সকালে উপজেলার মাসিক আইন শৃঙ্খলা সভা সহ অন্যান্য সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলম রাসেলর সভাপতিত্বে সভাগুলো অনুষ্ঠিত হয়। উপজেলার আইন শৃঙ্খলা উন্নয়নে আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে জনস্বার্থে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির আহবায়ক শাহাজাহান আকন্দ, যুঘ¥ আহবায়ক আব্দুল মান্নান, ওসি তদন্ত আজম, দূনীতি প্রতিরোধ কমিটির সভাপতি আবুল হাশেম সাংবাদিক গোলাম রব্বানী-টিটু প্রমুখ। বক্তারা স্বাধীনতা দিবস ও পবিত্র ঈদুল ফিতর সুন্দর ভাবে পালনের লক্ষ্যে বিভিন্ন প্রদক্ষেপ গ্রহণ করার পরামর্শ তুলে ধরেন। সভা শেষে উপজেলার ইউএনও আশরাফুল আলম রাসেলের সভাপতিত্বে অন্যান্য সভা অনুষ্ঠিত হয়।