ঝিনাইগাতীতে মাসিক আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত

ঝিনাইগাতী সংবাদদাতা : শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় গত মঙ্গলবার সকালে উপজেলার হল রুমে উপজেলার মাসিক আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ঝিনাইগাতীতে অবৈধ বালু উত্তোলনের উপর অভিযান সফলতা বয়ে এসেছে বলে সদস্যরা জানান। যার ফলে সকল প্রকার বালু উত্তোলন ও পরিবহন বন্ধ রয়েছে। এখন মাদকের ভয়াল থাবা থেকে যুব সমাজকে রক্ষা করার জন্যে অভিযান জোরদার করার সিদ্বান্ত গ্রহণ করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল আলম রাসেলের সভাপতিত্বে ঘন্টা ব্যাপী সকল সমস্যা সমাধানে এ সভা চলে। সভায় বক্তব্য রাখেন থানার ওসি আল আমিন, দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আবুল হাশেম, ইউপি চেয়ারম্যান রুকনুজ্জামান, সাংবাদিক এসকে সাত্তার, আবাসিক প্রকৌশলী সাইদুর রহমান, সাংবাদিক গোলাম রব্বানী-টিটু, ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আব্দুল মান্নান, অধ্যক্ষ সারোয়ার আলম, মহিলঅ বিষয়ক কর্মকর্তা আশরাফুল আলম, বিজিবি কমান্ডার প্রমুখ। সভায়, মাদক,চাঁদাবাজ, যানজট, বিদ্যুৎ নিরসন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেক আইডি ব্যবহার প্রতিরোধে সিদ্বান্ত গ্রহণ করা হয়। সভার সভাপতি আশরাফুল আলম রাসেল উপজেলায় আইন শৃঙ্খলা রক্ষার্থে সকলের সহযোগিতা কামনা করে আইন শৃঙ্খলা উন্নয়নে কাজ করে যাবেন বলে জানান।