ঝিনাইগাতীতে ৪০ বোতল ভারতীয় মদসহ সিএনজি আটক

ঝিনাইগাতী সংবাদদাতা ; শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় গত মঙ্গলবার দিবাগত রাতে ঝিনাইগাতী থানা পুলিশ অভিযান পরিচালনা করে ৪০ বোতল অবৈধ ভারতীয় মদ সহ সিএনজি আটক করতে সক্ষম হয়েছেন। অপর দিকে এর সাথে জড়িত থাকার অভিযোগে হলদিগ্রামের জসিম উদ্দিনের ছেলে আবু মিয়া (৩৫) ডাকাবর কালাচাঁনের ছেলে জুয়েল (৩০) বাঐবাধা গ্রামের মৃত আব্দুস সাত্তারের ছেলে বিল্লাল হোসেন(৪০)কে পুলিশ গ্রেপ্তার করেছে। মাদক দ্রব্য আইনে এদের বিরুদ্ধে থানায় একটি মামলাও হয়েছে । ওসি আল আমিন জানান গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ডেফলাই গ্রামে অভিযান পরিচালনা করে দুই কার্টুন রক্ষিত ৪০ বোতল ভারতীয় মদ ও একটি সিএনজি জব্দ করা হয়েছে। এ ব্যাপারে মাদক ব্যবসায়ী সহ সিএনজি চালকের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। শেরপুর জেলা পুলিশ সুপার আমিনূল ইসলাম মহোদয়ের নির্দেশনায় মাদকের বিরুদ্ধে অভিযান চলমান রয়েছে বলে জানান। মাদকের সাথে গডফাদাররা জড়িত হয়ে দীর্ঘদিন থেকে ব্যবসা ও সেবন করে আসছেন তারা ধরা ছোয়ার বাইরে রয়েছে। তাদেরকে আইনের আওতায় এনে শাস্তির দাবি জানিয়ে যুব সমাজকে বাচাঁতে পুলিশ কর্তৃপক্ষের প্রতি আহব্বান জানেিয়ছেন উপজেলাবাসী।