ঝিনাইগাতী উপজেলা পরিষদ ভবনকে নতুন আঙ্গিকে সাজানো হচ্ছে

ঝিনাইগাতী সংবাদদাতা : শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলা পরিষদ জরাজীর্ণ পুরাতন ভবন থেকে নতুন ভবনে কার্যকম শুরু হযেছে। সরকারী অধিদপ্তর গুলো পুরাতন ভবন থেকে নতুন ভবনে স্থানান্তর হয়ে অফিসের কার্যক্রম শুরু করে জনসাধারণের সেবা প্রদান করে আসছে। নতুন ভবনকে আরো সৌন্দর্য মন্ডিত করতে চারদিকে বাউন্ডারি ওয়াল ও পরিষদের সামনে আকর্ষণীয় পানির ঝর্ণার কাজ শুরু হয়েছে। উপজেলা পরিষদের বিস্তীর্ণ মাঠে বিভিন্ন প্রজাতের সারি সারি গাছ রোপন করা হয়েছে । উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল আলমের উদ্যোগে নতুন উপজেলা পরিষদের সৌন্দর্য মন্ডিত কাজ শুরু হয়। এ ব্যাপারে ইউএনও আশরাফুল আলম রাসেল জানান নিরাপত্তার জন্যে বাউন্ডারি ওয়াল ও আধুনিকায়ন করার জন্যে পানির ঝর্ণার কাজ সহ অন্যান্য কাজ করা হচ্ছে। শেরপুর জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান মহোদয় পানির ঝর্ণার কাজ শেষ হলে শুভ উদ্বোধন করবেন বলে জানান। তিনি আরো বলেন এখানে আপনারা থাকবেন সবাই মিলেমিশে সৌন্দর্য উপভোগ করবেন। দৃষ্টি আকর্ষণ করার মতো উপজেলা পরিষদকে আরো সৌন্দর্য মন্ডিত করে গড়ে তোলার জন্যে চেষ্টা করবেন বলে জানান।