ঝিনাইগাতী সংবাদদাতা : শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় গতকাল সোমবার সকালে কাংশা ইউনিয়নের দুপুরিয়া গ্রামে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষি প্রণোদনার আওতায় বিনামূল্যে বোরো ফসলের ধান কাটা উদ্বোধন করা হয়েছে। উপজেলা কৃষি অফিসার ফরহাদ হোসেন অনুষ্ঠানিক ভাবে কম্বাইন্ড হারভেস্টার (ধান কাটার) মেশিন দিয়ে কৃষকের ২০২৪-২৫ রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বোরো ফসলের সমলয়ে চাষাবাদের ব্লক প্রদর্শনীর পাকা ধান কাটার শুভ উদ্বোধন করেন। বিনামূল্যে কৃষকের ৫০ একর জমির পাকা ধান কেটে দেয়া হবে বলে কৃষি অফিস সূত্রে জানা গেছে। ওই গ্রামের কৃষকরা বিনামূল্যে ধানকাটার সুযোগ পেয়ে অত্যান্ত আনন্দিত হয়েছে। তারা ধান কাটার শ্রমিক না পেয়ে আবহাওয়ার কারণে চিন্তিত ছিল এই মুহুর্তে আবহাওয়া অনুকুলে থাকায় কৃষি অফিস থেকে বিনামূল্যে ধান কেটে দেওয়ার কারণে কৃষকরা চিন্তামুক্ত হয়েছেন। উপজেলা কৃষি অফিসার ফরহাদ হোসেন জানান কৃষি প্রণোদনার আওতায় ৫০ একর জমির পাকা ধান বিনামূল্যে কেটে দেওয়ার ফলে কৃষকরা লাভবান হবেন। এই সময় এলাকার কৃষক ও কৃষি অফিসের সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
ঝিনাইগাতী কৃষি প্রণোদনার আওতায় বিনামূল্যে বোরো ফসলের ধান কাটা উদ্বোধন
