ঝিনাইগাতী জামায়াতের সমাবেশ অনুষ্ঠিত

ঝিনাইগাতী সংবাদদাতা : শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় গত সোমবার বিকালে সদর বাজারের ঐতিহাসিক আমতলায় ১৭ বছর পর কর্মী সমাবেশের মধ্যদিয়ে বাংলাদেশ জামায়াত ইসলামী ঝিনাইগাতী উপজেলা শাখা জানান দিলেন সংগঠনের কর্মকান্ড। উপজেলা জামায়াতের আমির মাওলানা আ: হাকিমের সভাপতিত্বে এ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন শেরপুর জেলা জামায়াতের সাধারণ সম্পাদক নুরুজ্জামান বাদল। বক্তব্য রাখেন মাওলানা নূরননবী, মাওলানা সুরুজ্জামান আকন্দ, মাওলানা নূর ইসলাম, আসাদুল্লাহ সিরাজি সহ জেলা উপজেলা জামায়াতের নেতৃবৃন্ধ। বক্তারা ২০০৬ সালে এইদিনে ২৮শে অক্টোবর আওয়ামীলীগ লগি বৈঠা নিয়ে হত্যাকান্ড ঘটিয়ে লাশের উপর নৃত্য করার ঘটনা বর্ণনা করেন। বিগত সাড়ে ১৫ বছর জামায়াত নেতাদের নাটক সাজিয়ে আওয়ামী সরকার জেল, জুলুম অত্যাচার, নির্যাতন করে কেন্দ্রীয় নেতাদের ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যু নিশ্চিত করেন। তার ইতিহাস তুলে ধরে স্বৈরশাসক শেখ হাসিনা সরকারের সমালোচনা করে ৫ই আগস্ট জনতার বিজয় স্বৈরাচারী সরকারের বিদায়ের আগ মুুহুর্তে নিরিহ ছাত্র জনতার হত্যাকান্ডে শিকার শহীদদের প্রতি আত্মার মাগফেরাত কামনা করেন। ১৭ বছর পর বন্দী জামায়াত খোলা আকাশের নিচে রাজপথে সমাবেশ করার সুযোগ পেয়ে মহান আল্লাহর নিকট শুকরিয়া আদায় করেন নেতাকর্মীরা। সমাবেশে উপজেলা ৭টি ইউনিয়ন থেকে জামায়াতের সমর্থক ও ভক্তরা দলে দলে যোগদান করেন।