ঝিনাইগাতী তিন ইউনিয়ন বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত

ঝিনাইগাতী সংবাদদাতা : শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় গত শুক্রবার আহাম্মদ নগর উচ্চ বিদ্যালয়ের একটি কক্ষে ঝিনাইগাতীর তিনটি ইউনিয়ন বিএনপির কর্মী সমাবেশ দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে। উপজেলার হাতিবান্ধা, মালঝিকান্ধা ও গৌরিপুর ইউনিয়ন বিএনপির ওয়ার্ড ও ইউনিয়ন নেতাকর্মীদের নিয়ে এ কর্মী সমাবেশ উপজেলার বিএনপির ভরপ্রাপ্ত আহবায়ক শাহাজাহান আকন্দর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। উপজেলার বিএনপির যুঘ¥ আহবায়ক আব্দুল মান্নানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য স্থানীয় সাবেক সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল। বিশেষ অতিথি বিএনপির যুঘ¥ আহবায়ক লুৎফর রহমান, আব্দুল মান্নান হিরা, আব্দুর রশিদ সহ উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় প্রধান অতিথি মাহমুদুল হক রুবেল বলেন দলের বিরুদ্ধে গভীর চক্রান্ত চলছে কারণ যে ঘটনা ঘটছে তা বিএনপির উপর দোষারোপ করা হচ্ছে। চাঁদাবাজি,বালু মহল, বিচার শালিস সহ সরকারের বরাদ্ধ ভাগাভাগি করছে কে নাম হচ্ছে দলের যাহা বিএনপির বিরুদ্ধে চক্রান্ত। ১৭ বছর বিএনপি যে অত্যাচার, নির্যাতন, জেল জুলুম সহ্য করেছে তা থেকে শিক্ষা নিয়ে জনসাধারণ ও বিএনপি নেতাকর্মীকে সতর্ক থাকতে হবে যেন কোন চক্রান্তকারী বিএনপিকে জড়িয়ে ফায়দা লুটতে না পারে। রাষ্ট্র কাঠামো মেরামতের রুপরেখা তারেক জিয়ার ৩১ দফা বাস্তবায়নে সকলকে একত্র হয়ে কাজ করার আহবান রেখে লিফলেট বিতরণ করেন এই সাবেক সংসদ সদস্য ও বিএনপি নেতা।