ঝিনাইগাতী বড় মসজিদ ও মাদ্রাসার কমিটি নিয়ে পাল্টা পাল্টি সংবাদ সম্মেলন

ঝিনাইগাতী সংবাদদাতা : শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার সদরে অবস্থিত ঝিনাইগাতী বড় মসজিদ ও মাদ্রাসার কমিটি গঠনকে কেন্দ্র করে পাল্টা পাল্টি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সোনালী ব্যাংকরে নিচ তলায় মসজিদ ও মাদ্রাসা কমিটির একাংশ এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন। নতুন কমিটির সহ সভাপতি দাবিদার ছামিউল হক সাদা সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে বলেন সচ্ছতা বজায় রেখে এ কমিটি গঠন করা হয়েছে। কমিটির বিরুদ্বে যাহারা অবস্থান নিয়েছে তারা মসজিদের উন্নয়ন চায় না ব্যাক্তি স্বার্থ হাছিল করার উদ্দেশ্যে এ ধরণের মিথ্যা বানোয়াট সংবাদ সম্মেলন করে উস্কানি দিচ্ছে বলে জানান। এ সময় সাবেক উপজেলা চেয়ারম্যান আমিনূল ইসলাম বাদশা, বিএনপি নেতা আব্দুল মান্নান, মুফতি খালিছুর রহমান সহ নতুন সদস্যরা উপস্থিত ছিলেন। অপরদিকে গতকাল মঙ্গলবার সকালে উপজেলার খাদ্য ব্যবসায়ী হল রুমে উপজেলার সদরে অবস্থিত মসজিদ ও মদিনানাতুল উলুম কওমি মাদ্রাসার কমিটি নিয়ে সংবাদ সম্মেলন করেছেন এলাকাবাসী ও পুরাতন সদস্যরা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মসজিদ ও মাদ্রাসার অন্যতম সদস্য জহুরুল হক মিলন। বক্তব্য রাখেন আবু বক্কর, বাদশা আলী ভূইয়া, লুৎফর রহমান সহ আরো অনেকেই। তারা অভিযোগ করেন সম্প্রতি মসজিদ ও মাদ্ররাসার কমিটি পুরাতন সদস্য ও এলাকাবাসী মুসল্লীদের মতামত ব্যাতী রেখে সেচ্ছাচারিতা ও জোর পূবর্ক শক্তি প্রদর্শন করে কমিটি গঠন করা হয়েছে। এলাকার মুসলীø ও অন্যতম সদস্য আব্দুস ছালাম জানান কমিটি গঠনে কিছু অনিয়ম হয়েছে মসজিদ নির্মাণের কাজ নিয়ে আমি কথা বলেছি কেউ শুনে না। অন্যান্য পুরাতন সদস্যরা জানান পুরাতন কমিটিকে অগ্রাহ্য করে কমিটি গঠন করা হয়েছে যা নিয়ে বিভ্রান্ত সৃষ্ঠি হয়েছ। এ নিয়ে নতুন পুরাতন কমিটিকে সমন্বয় করে মসজিদের উন্নয়নে একটা ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন সাধারণ মুসল্লীগণ।