ঝিনাইগাতী সদর ইউনিয়ন বিএনপি কর্মীদের সাথে নেতৃত্ব চেয়ে মতবিনিময় সভা

ঝিনাইগাতী সংবাদদাতা : শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলা সদর ইউনিয়ন, ওয়ার্ড বিএনপির সভাপতি সম্পাদক ও বিএনপি কর্মীদের সাথে নতুন কমিটিতে নেতৃত্ব চেয়ে গত মঙ্গলবার বিকালে খাদ্য ব্যবসায়ী হল রুমে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বিএনপির সিনিয়র যুঘ¥ আহবায়ক ছাত্রদল, যুবদল নেতৃত্ব থেকে উঠে আসা আব্দুল মান্নান এ মতবিনিময় সভার আয়োজন করেন। এর আগে উপজেলার সদরে মান্নানের সমর্থনে তারেক জিয়ার ৩১ দফা বাস্তবায়নে এক বর্ণাঢ্য র‌্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করেন। ৩নং ওয়ার্ড বিএনপির আলহাজ্ব সেকান্দর আলীর সভাপতিত্বে ওয়ার্ড ও ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্ধ মান্নানকে আসন্ন ঝিনাইগাতী উপজেলা বিএনপির নতুন কমিটিতে সাধারণ সম্পাদক হিসাবে সমর্থন জানিয়ে জেলা নেতৃবৃন্ধকে দৃষ্টি কামনা করে বক্তব্য রাখেন। এ সময় আব্দুল মান্নান কান্না জড়িত কন্ঠে দলের দুর্দিনে তার ভূমিকা তুলে ধরে জেল,জুলুম, অত্যাচার, নির্যাতনের ঘটনা বর্ণনা করে দলের সাধারণ সম্পাদকের জন্যে সকলের নিকট দোয়া ও সমর্থন চান। গতকাল রাতে শেরপুর জেলা বিএনপির আহবায়ক কমিটির সিদ্ধান্ত মোতাবেক ঝিনাইগাতী উপজেলা বিএনপির আহবায়ক কমিটি বিলুপ্তি ঘোষণা করার ফলে উপজেলা বিএনপির নতুন নেতৃত্ব নিয়ে নেতা কর্মীদের চুলছেড়া বিশ্লেষণ শুরু হয়েছে। পাশাপাশি পকেট কমিটি আর নয় তৃনমুল নেতাদের মুল্যায়নের দাবি ও নেতৃত্ব চাওয়া দলের সমর্থন আদায়ে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা।