Monday, July 1, 2024
Homeখেলাধুলাটস হেরে ব্যাটিংয়ে ভারত, জানা গেল খেলা শুরুর সময়

টস হেরে ব্যাটিংয়ে ভারত, জানা গেল খেলা শুরুর সময়

টি-টোয়েন্টি বিশ্বকাপের গত আসরে সেমি ফাইনালে ভারতের মুখোমুখি হয়েছিল ইংল্যান্ড। সেই ম্যাচে ১০ উইকেটের বিশাল ব্যবধানে ভারতকে উড়িয়ে দিয়েছিল ইংলিশরা। সেই হারের ক্ষতে এবার প্রলেপ দেওয়ার সুযোগ পাচ্ছে রোহিত শর্মার দল। আরও একবার বিশ্বকাপের সেমি ফাইনাল, আরও একবার মুখোমুখি ভারত-ইংল্যান্ড।

গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী বাংলাদেশ সময় রাত ৮ টায় টস হওয়ার কথা ছিল। তবে এর ঘণ্টা দুয়েক আগে থেকে কয়ে দফা বৃষ্টি হয়েছে। তাতে আউটফিল্ডে প্রচুর পানি জমে। ফলে নির্ধারিত সময়ে টস হয়নি।

শেষ পর্যন্ত স্থানীয় সময় সকাল ১১ টা ২০ মিনিটে অর্থাৎ বাংলাদেশ সময় রাত ৯টা ২০ মিনিটে টস হয়েছে। যেখানে জয় লাভ করেছেন জস বাটলার। টস জিতে শুরুতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ইংল্যান্ড অধিনায়ক। ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত ৯টা ৪৫ মিনিটে।

দুই দলই নিজেদের সর্বশেষ ম্যাচে জয় পেয়েছে। ফলে কেউই উইনিং কম্বিনেশন ভাঙতে চায়নি। দুই দলই অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নামছে।

ভারত একাদশ :

রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, ঋষভ পান্ত (উইকেটরক্ষক), সূর্যকুমার যাদব, শিবম দুবে, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, রবীন্দ্র জাদেজা, আর্শদিপ সিং, কুলদীপ যাদব, জাসপ্রিত বুমরাহ।

ইংল্যান্ড একাদশ :

জস বাটলার (অধিনায়ক), ফিল সল্ট, জনি বেয়ারস্টো, হ্যারি ব্রুক, মঈন আলী, লিয়াম লিভিংস্টোন, স্যাম কারান, জোফরা আর্চার, আদিল রশিদ, ক্রিস জর্ডান, রেইস টপলি।

Most Popular

Recent Comments