আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে আজ (বৃহস্পতিবার) দিবাগত রাতে দেশ ছাড়ছে বাংলাদেশ দল। এই বহরে টুর্নামেন্টটির জন্য ঘোষিত স্কোয়াডের ১৫ ক্রিকেটার এবং কোচিং স্টাফরা থাকবেন। তবে দলের বাইরে থাকা দুই পেসার হাসান মাহমুদ এবং খালেদ আহমেদও দুবাইয়ের বিমান ধরবেন আগামী শনিবার।
হাসান এবং খালেদের গন্তব্য দুবাই পর্যন্ত। দলীয় অনুশীলনে বাড়তি অপশন যোগ করার লক্ষ্যেই তাদের উড়িয়ে নেওয়া হচ্ছে বলে জানা গেছে। পরে ২০ ফেব্রুয়ারি দুবাই থেকে এই দুই ক্রিকেটার আবারও ঢাকায় পা রাখবেন।এমনটাই নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম।
আগামী ১৯ ফেব্রুয়ারি পাকিস্তান-নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির পর্দা উঠবে। পরদিনই (২০ ফেব্রুয়ারি) দুবাইয়ে বাংলাদেশ প্রথম ম্যাচে মুখোমুখি হবে ভারতের। সেই ম্যাচের আগে দেশে ফিরে আসার কথা রয়েছে হাসান মাহমুদ এবং খালেদ আহমেদ। চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপপর্বে টাইগারদের পরবর্তী দুই ম্যাচ ২৪ ফেব্রুয়ারি নিউজিল্যান্ড এবং ২৭ ফেব্রুয়ারি স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে। এই দুটি ম্যাচই হবে পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে যে নাজমুল হোসেন শান্ত বাংলাদেশকে নেতৃত্ব দেবেন সেই ঘোষণা আগেই দিয়েছিল বিসিবি। আজ নতুন করে মেহেদী হাসান মিরাজকে টুর্নামেন্টটির জন্য সহ-অধিনায়ক করা হয়েছে। এর আগে ঘোষিত বাংলাদেশ দলে আছেন চার পেসার। অভিজ্ঞ তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমানের সঙ্গে আছেন দুই তরুণ তারকা তানজিম হাসান সাকিব ও নাহিদ রানা। বর্তমানে টাইগারদের পেস বিভাগে বেশ প্রতিযোগিতাই চলছে। যে কারণে বিপিএলে দারুণ পারফরম্যান্স সত্ত্বেও জায়গা মেলেনি হাসান-খালেদদের।
দলের প্রায় ফিক্সড ওপেনার হিসেবে গত কয়েকদিন ধরে একসঙ্গে ব্যাটিং অনুশীলন করেছেন তানজিদ তামিম এবং সৌম্য সরকার। এ ছাড়া তাদের ব্যাকাপ হিসেবে থাকছেন পারভেজ হোসেন ইমন। মিডল অর্ডারে অধিনায়ক শান্ত’র পাশাপাশি অভিজ্ঞ মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ এবং তরুণ জাকের আলী অনিক, তাওহীদ হৃদয়রা আছেন। প্রয়োজনমাফিক ব্যাটিং পজিশনে দেখা যেতে পারে মিরাজকে। এ ছাড়া স্পিন অলরাউন্ডার হিসেবে রিশাদ হোসেন এবং স্পিনার নাসুম আহমেদ আছেন স্কোয়াডে।