টেকসই বাংলাদেশ বিনির্মাণে তারুণ্যের আহ্বানে জামালপুরে আন্তর্জতিক যুব দিবস পালিত

নিজস্ব সংবাদদাতা : তরুণদের আশা-আকাক্সক্ষার প্রতিফলন ঘটিয়ে একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক, জবাবদিহিমূলক ও সুশাসিত বাংলাদেশ বিনির্মাণে যুবসমাজের সম্পৃক্ততা নিশ্চিতে নানমুখী কর্মসূচির মধ্য দিয়ে ১২ আগস্ট জামালপুরে উদযাপিত হলো আন্তর্জাতিক যুব দিবস। দিবস উদযাপনের অংশ হিসেবে সচেতন নাগরিক কমিটি (সনাক) এর ইয়েস গ্রুপের উদ্যোগে সরকারী আশেক মাহমুদ কলেজ প্রাঙ্গনে আয়োজন করা হয় দুর্নীতিবিরোধী গণস্বাক্ষর কার্যক্রমের। “দুর্জয় তারুণ্য দুর্নীতি রুখবেই”-এই স্লোগানকে সামনে রেখে উক্ত গণস্বাক্ষর কর্মসূচিতে অংশগ্রহন করে দেড় শতাধিক কলেজ শিক্ষার্থী। এর আগে দিবস উদযাপনের অংশ হিসেবে শহরের ফৌজদারী মোড় থেকে জেলা প্রশাসকের কার্যালয় পর্যন্ত একটি বর্নাঢ্য র‌্যালী অনুষ্ঠিত হয়। র‌্যালী শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভার। আলোচনা সভায় সনাক সভাপতি শামিমা খান বলেন, এসডিজি-১৬ (শান্তি, ন্যায়বিচার ও শক্তিশালী প্রতিষ্ঠান) অর্জনে তরুণদের অংশগ্রহণ কীভাবে অবদান রাখতে পারেÑজুলাই গণঅভুত্থ্যান তার যথাযথ দৃষ্টান্ত। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি)-এর ৬৫ শতাংশেরও বেশি লক্ষ্য স্থানীয় পর্যায়ে বাস্তবায়নের সঙ্গে সংশ্লিষ্ট, যেখানে যুবসমাজের সরাসরি সম্পৃক্ততা টেকসই অভীষ্ট অর্জনকে ত্বরান্বিত করবে বলে তিনি আশা প্রকাশ করেন। এদিন দুর্নীতি প্রতিরোধ, তথ্য অধিকার ও আইন সহায়তা সম্পর্কে জনসচেতনতা সৃষ্টির পাশাপাশি যুব সমাজ এবং ছাত্র-ছাত্রীদের মধ্যে দুর্নীতিবিরোধী সচেতনতা গড়ে তোলার লক্ষ্যে সচেতন নাগরিক কমিটি (সনাক) সরকারি আশেক মাহমুদ কলেজ, জামালপুর-এর ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণের মাধ্যমে তথ্য অধিকার বিষয়ক ক্যাম্পেইন এর উদ্যোগ গ্রহণ করে। অনুষ্ঠানে উপস্থিত শিক্ষার্থীদের মাঝে দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনে টিআইবি, সনাকের কার্যক্রম ও তথ্য অথিকার আইন ২০০৯ বিষয়ে ওরিয়েন্টেশন প্রদান করা হয়। সনাক সভাপতি শামিমা খান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি আশেক মাহমুদ কলেজ, জামালপুর-এর অধ্যক্ষ প্রফেসর মো: হারুন অর রশিদ। তথ্য অধিকার আইন ২০০৯ এর ওরিয়েন্টশনে ওরিয়েন্টেশনে তথ্য অধিকার আইন, ২০০৯ বিষয়ক পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করেন টিআইবি জামালপুর-এর এরিয়া কো-অর্ডিনেটর মো: আরিফ হোসেন। এই সময় তথ্য অধিকার আইন অনুযায়ী তথ্য প্রাপ্তির আবেদন ফরম প্রায় শতাধিক শিক্ষার্থীকে হাতে কলমে শেখানো হয়।
উল্লেখ্য, আন্তর্জাতিক যুব দিবস ২০২৫ উদ্যাপনের অংশ হিসেবে মানববন্ধন, আলোচনা সভা ও গণস্বাক্ষর কর্মসূচি ছাড়াও দিবসের তাৎপর্য সর্বস্তরে পৌছে দেয়ার জন্য বিভিন্ন জনগনের মাঝে ধারণাপত্র বিতরণের মাধ্যমে ক্যাম্পেইন পরিচালনা করা হয়। এর মাধ্যমে প্রায় দুইশতাধিক মানুষের নিকট সরাসরি দিবসের বার্তা পৌছে দেয়া সম্ভব হয়েছে।