ট্রাফিক অ্যান্ড ড্রাইভিং স্কুলে “জুলাই কর্ণার” উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা : জুলাই গণঅভ্যুত্থান ২০২৪-এর এক বছর পূর্তি উপলক্ষে দেড় মাসব্যাপী বিভিন্ন কর্মসূচির অংশ হিসেবে ট্রাফিক অ্যান্ড ড্রাইভিং স্কুল (টিডিএস)-এ ‘জুলাই কর্ণার’ উদ্বোধন করা হয়েছে।

বুধবার (১৩ আগস্ট) সকালে ট্রেনিং স্কুলের কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনে এই কর্ণারের উদ্বোধন অনুষ্ঠিত হয়। এদিন ট্রেনিং স্কুলের ট্রেনিং প্রধান অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ আব্দুল হালিম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে ‘জুলাই কর্ণার’-এর শুভ উদ্বোধন ঘোষণা করেন।

এসময় জুলাই গণঅভ্যুত্থানে শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন,
“সকল প্রকার অন্যায়, অত্যাচারের বিরুদ্ধে ছাত্র-জনতা তাদের আত্মত্যাগ ও রক্তের বিনিময়ে চূড়ান্ত বিজয় অর্জন করেছে। আমার বিশ্বাস, ‘জুলাই কর্ণার’ তারই একটি স্থায়ী প্রতীক। এছাড়া দেশের সকল শ্রেণী-পেশার মানুষের মাঝে পুলিশের যে ঐক্য এই কর্ণারের মাধ্যমে ফুটে উঠেছে, তা স্থায়ী রূপ নিতে সহায়তা করবে। জুলাই-আগস্টে সৃষ্ট আত্মত্যাগের ইতিহাস পুলিশ ও জনগণের সম্পর্ক উন্নয়নের মধ্য দিয়ে একটি সমৃদ্ধ অধ্যায় হয়ে থাকবে।”

নতুন তথ্য ও ডকুমেন্ট যাদের কাছে আছে, তাদের ‘জুলাই কর্ণার’-এ জমা দেওয়ার আহ্বান জানিয়ে অতিরিক্ত ডিআইজি আরও বলেন, “মহান মুক্তিযুদ্ধের মতোই জুলাই-আগস্ট ২০২৪ গণঅভ্যুত্থানও একই চেতনায় স্মরণীয় হয়ে থাকবে। ছাত্র-জনতার সঙ্গে পুলিশের কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার পুনরাবৃত্তি যেন না হয়—তার জন্য সবার সহযোগিতা কামনা করছি।”

উদ্বোধন শেষে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহিদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করা হয়। এরপর অতিথিবৃন্দ ‘জুলাই কর্ণার’ ঘুরে দেখেন। এখানে জুলাই-আগস্ট ২০২৪ গণঅভ্যুত্থানের বিভিন্ন আলোকচিত্র, সংবাদপত্রের কাটিং, গ্রন্থ ও নথিপত্র প্রদর্শিত হচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার (প্রশাসন) নাজলি ফেরদৌসি,পুলিশ সুপার (ট্রেনিং) লিপি সাহা, অতিরিক্ত পুলিশ সুপারবৃন্দ, এএসপিবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।