মোহাম্মদ আলী : ঠিকাদারের কাজের অনিয়মের প্রতিবাদ করায় স্থানীয় এলাকাবাসীকে মারধরের চেষ্টা ও চাঁদাবাজি মামলা দিয়ে বাড়ি থেকে ধরে নেওয়ার হুমকির অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতার বিরুদ্ধে। এঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ও প্রতিবাদ জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র সংগঠন ও সাধারণ এলাকাবাসী। গত শনিবার জেলার বকশিগঞ্জ উপজেলার মেরুর চর ইউনিয়নে এমন ঘটনা ঘটেছে।
জানা যায়, উপজেলার মেরুর চর ইউনিয়ন পরিষদ থেকে লুৎফর রহমান বাজার রুটের মধ্যবর্তী পাটাদহ খালের উপর প্রায় ৩কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন আরসিসি গার্ডার ব্রিজের কাজে পাইল পুতার সময় পাইলের উপরের অংশগুলো ভেঙ্গে যাচ্ছিল। এমন দৃশ্য দেখে প্রত্যক্ষদর্শী এলাকাবাসী ঠিকাদারের প্রতি নিন্মমানের কাজের অভিযোগ তুলে কাজ বন্ধ করে, পূণরায় কার্যাদেশ অনুযায়ী কাজ করার দাবি জানান। এমন খবর পেয়ে মেরুর চর ইউনিয়ন বিএনপির সভাপতি, মোঃ জাহাঙ্গীর আলম পুলক ও উপজেলা সেচ্ছাসেবক সংগঠনের সদস্য সচিব, দুলাল উদ্দিন ঘটনাস্থলে পৌঁছে ঠিকাদারের পক্ষ নিয়ে এলাকাবাসীকে মারধর করার চেষ্টা করেন, গালিগালাজ করেন ও কাজ করতে বাঁধা দিলে তাদেরকে চাঁদাবাজি মামলা দিয়ে যার যার বাড়ি থেকে ধরে নিয়ে যাওয়ার হুমকি দেন। এই খবর ছড়িয়ে পড়লে পরেরদিন বৈষম্য বিরোধী ছাত্র সংগঠনের সমন্বয়ক ও অন্যান্য ছাত্র সংগঠনের নেতৃত্ব এলাকারবাসীর যৌক্তিক নাগরিক দাবির পক্ষ নেন। তারা তাদের সামাজিক মাধ্যমে এই ঘটনার ক্ষুব্ধ প্রতিক্রিয়া ও প্রতিবাদ জানান। এমন পরিস্থিতে উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তর নির্মাণকাজটি আপাতত বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন।
এমন তথ্যের ভিত্তিতে সোমবার, ঘটনাস্থলে সরেজমিন গেলে স্থানীয় এলাকাবাসী রফিকুল ইসলাম, জুয়েল ও বাদশাহসহ বেশকিছু লোক ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
এব্যাপারে বৈষম্য বিরোধী ছাত্র সংগঠনের সমন্বয়ক শাহরিয়ার বলেন, এর আগেও ঠিকাদারদের গাফিলতির কারণে মাত্র ১০ বছরের মাথায় এই বিলের উপর নির্মিত দুইটি ব্রিজ ধসে গেছে। এবারও সেখানে নতুন ব্রিজ নির্মাণের শুরুতেই ভাঙ্গন দেখে এলাকাবাসী তার প্রতিবাদ করেছে। কাজটি সঠিক ভাবে করার অনুরোধ করেছে। এটা তারা করতেই পারে। এটা তাদের নাগরিক অধিকার। এরজন্য ঠিকাদেরর পক্ষ নিয়ে ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ যা করেছে তা অন্যায়, অপরাধ। আমরা যার তীব্র প্রতিবাদ জানাই।
আরেক সমন্বয়ক সুমন বলেন, স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ এলাকার জনগণের পক্ষ না নিয়ে উল্টো দুর্নীতিবাজ ঠিকাদরের পক্ষ নিয়ে তাদের সাথে যে গর্হীত আচরণ করেছে আমরা বৈষম্য বিরোধী ছাত্র সংগঠনের পক্ষ থেকে তার নিন্দা প্রতিবাদ জানাই।
মেরুর চর ইউনিয়ন বিএনপির সভাপতি, মোঃ জাহাঙ্গীর আলম পুলক বলেন, যারা কাজ করছে তারা আমার দলের লোক। আর যারা কাজে বাঁধা দিয়েছে তারা আমার এলাকার লোক। দুই পক্ষের মধ্যে সৃষ্ট অস্থিতিশীল পরিস্থিতি শান্ত করতে আমি দমক দিয়েছি মাত্র। কাউকে হুমকি দেইনি।
তবে, ঘটনাস্থলে উপস্থিত ঠিকাদারি প্রতিষ্ঠান এমআরকে-এমডিই (জেভি) প্রতিনিধিরা, কাজে অনিয়মের বিষয়টি অস্বীকার করেছেন। তাদের দাবি, মাটির নীচে বালির লেয়ারের কারণে উপর থেকে হ্যামারিং করায় একটি পাইলের উপরের অংশ ভেঙে গেছে।
এব্যাপারে বকশিগঞ্জ উপজেলা প্রকৌশলী, মোঃ সামছুল হক বলেন, স্থানীয় এলাকাবাসী ও ছাত্র সমন্বয়কদের অভিযোগের প্রেক্ষিতে আপাতত কাজটি বন্ধ রয়েছে।