নিজস্ব সংবাদদাতা ; জামালপুর শহরের সুনাম ধন্য সেবা দান প্রতিষ্ঠানে এখন থেকে নিয়মিত চেম্বার করবেন প্রখ্যাত হৃদরোগ, রক্তনালী, বক্ষব্যাধি বিশেষজ্ঞ এবং কার্ডিওগ্রাম ভাস্কুলার এন্ড থোরাসিক সার্জন মোঃ শাইখ মাহবুব সেতু এমবিবিএস (ঢাকা) বিসিএস (স্বাস্থ্য) এমএস (কার্ডিও ভাস্কুলার) এন্ড থোরাসিক সার্জন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) ঢাকা, কার্ডিও ভাস্কুলার এন্ড থোরাসিক সার্জন জামালপুর মেডিকেল কলেজ হাসপাতাল ডাঃ মোঃ শাইখ মাহবুব সেতু চেম্বার করায় তাকে ফুলেল শুভেচ্ছা জানান অত্র হাসপাতালের পরিচালক ডাঃ মোঃ আব্দুল্লাহ আল মামুন, মোঃ রাশেদুল ইসলাম, মো.ঃ খুর্শেদ আলমহাসপাতালের স্টাফবৃন্দ।
ডাঃ মো. শাইখ মাহবুব সেতুকে হযরত শাহজামাল (রঃ) জেনারেল হাসপাতালের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা
