নিজস্ব প্রতিনিধি : জামালপুরের বকশিগঞ্জ উপজেলার বীরগাঁও কান্দাপাড়া থেকে স্বামী স্ত্রী দুই ইয়াবা ব্যবসায়ীকে গত শনিবার আটক করেছে জেলা গোয়েন্দা শাখা ডিবি-২। গোপন সংবাদের ভিত্তিতে এস,আই শহিদুল আলম সহ সঙ্গীয় ফোর্সের সহায়তায় মিজানুর রহমান (৫০) ও মোছা নাছিমা বেগম (৪৩) দুই জনকে আটক করে ৯৪ পিছ ইয়াবা উদ্ধার করা হয়। জেলা গোয়েন্দা শাখা ডিবি ২ এর অফিসার ইনচার্জ মোঃ নুরুল ইসলাম বাদল বলেন, দীর্ঘ দিন ধরেই এই দম্পতি বিভিন্ন ধরনের মাদক দ্রব্য বিক্রি করে আসছে, তাদের বিরুদ্ধে মাদক মামলা করে রোববার জামালপুর আদালতে প্রেরণ করা হয়েছে।
ডিবি পুলিশের হাতে মাদক ব্যবসায়ী স্বামী স্ত্রী আটক
