তদারকি না থাকায় এলজিইডির রাস্তায় দুই নম্বর ইট দিয়ে কাজ করছে ঠিকাদার

oplus_2

ওসমান হারুনী : জামালপুরের ইসলামপুর স্হানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আওতায় সদর ইউনিয়নের
কাচিহারা বটতলা হতে আমতলীর পাকা রাস্তা পর্যন্ত রাস্তাটি ঠিকাদার দুই নম্বর ইটের খোয়া ও নি¤œমানের বালিমাটি দিয়ে কাজ করেছে। জানা যায়, জামালপুরের জেলার ইসলামপুর উপজেলায় সদর ইউনিয়নের কাচিহারা বটতলা হতে আমতলীর পাকা রাস্তা পর্যন্ত একটি গ্রামীন পাকা সড়কের নির্মাণ কাজ কথা এন্টারপ্রাইজ প্রাইজ নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। কিন্তু রাস্তাটি নির্মাণে স্হানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের কোন তদারকি না থাকায় নি¤œমানের ইট ও বালু দিয়ে কাজ করছে সংশ্লিষ্ট ঠিকাদার আলাল উদ্দিন। স্হানীয় এলাকাবাসী রাজ্জাক, সামসুল ফারাজী ও মজনু ফারাজীসহ অনেকেই অভিযোগ,ইসলামপুর সদরে স্হানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আওতায় কাচিহারা বটতলা হতে আমতলীর পাকা রাস্তা পর্যন্ত রাস্তাটি ঠিকাদার দুই নম্বর ইটের খোয়া ও নি¤œমানের বালিমাটি দিয়ে ঠিকাদার কাজ করেছে। বিষয়টি দেখার কেও নেই। একালাবাসীর আক্ষেপ করে বলেন, তারা নিজের ফসলী জমি দেওয়ায় সরকারী রাস্তাটি তৈরী হচ্ছে। রাস্তাটি নির্মাণের শুরু থেকে ঠিকাদার নি¤œমানের কাজ করছে। ইটের মান ভাল না। বালি মাটিও দিচ্ছে নি¤œমানের। ফলে গ্রামীন জনপদে এই রাস্তাটি ঠিকসই হবে না। ভাল মানের ইট বালু দিয়ে প্রশানের নিকট তনতুন রাস্তাটি নির্মানের দাবি জানিয়েছেন। এব্যাপারে ঠিকাদার আলাল উদ্দিন জানান,ভাটার মালিক কিছু খোয়া নি¤œমানের দিয়েছে। সেগুলো সরিয়ে ফেলা হবে। এব্যাপারে ইসলামপুর উপজেলা প্রকৌশলী আমিনুল ইসলাম বক্তব্য ও রাস্তাটির তথ্য চাইলে চাইলে তিনি মুঠোফোনে জানান, বক্তব্য ও তথ্য দিয়ে কি হবে। আমি জামালপুরে বদলি হয়েছি। তবে বিষয়টি খুজ খবর নিয়ে দেখবেন বলেও জানান।